সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শুক্রবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ভর্তির যোগ্যতা না থাকা সত্ত্বেও ডক্টরেট ডিগ্রি পাওয়ার খবরটি। পাশাপাশি আশি-নব্বইয়ের দশকের চিত্রনায়িকা সুনেত্রার মৃত্যুর খবরটিতে পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতাই ছিল না, তবু ডক্টরেট ডিগ্রি পান বেনজীর

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেন। এর পর থেকে তিনি নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার করা শুরু করেন। যদিও ডক্টরেট ডিগ্রি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই তাঁর ছিল না। শর্ত শিথিল করে তাঁকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। বিস্তারিত পড়ুন...

গরুর হাটে নারী বিক্রেতা সালমা, ‘কোনো কিছুরেই ভয় পাই না’

চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৪টি গরু নিয়ে চট্টগ্রামের পশুর হাটে এসেছেন নারী বিক্রেতা সালমা খাতুন। আজ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের বিবির হাটে
ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরের চাঁপাইনবাবগঞ্জের নাচোল ইউনিয়নের ফতেপুর গ্রামে সালমা খাতুনের বাড়ি। বাড়ির পাশেই তাঁর ছোট্ট খামার। গত বুধবার ১৪টি গরু নিয়ে তিনি বাড়ি থেকে দূরের বন্দরনগরে এসেছেন ৩৪ বছর বয়সী এ নারী। এবারের কোরবানির ঈদে গরু নিয়ে আসা একমাত্র নারী বিক্রেতা তিনি। বিস্তারিত পড়ুন...

বিজেপিতে শুরু হয়ে গেছে দোষারোপের পালা

নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশে বিপর্যয় কেন, তা নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব এখনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। কারণ, রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব সেই কাটাছেঁড়া শুরুই করেনি। তবে বিজেপির প্রদেশ নেতৃত্বের একাংশ ইতিমধ্যেই একে অন্যের প্রতি দোষারোপ শুরু করে দিয়েছেন। বিস্তারিত পড়ুন...

সুনেত্রা নেই, জানা গেল ৫৪ দিন পর

কলকাতায় শেষনিশ্বাস ত্যাগ করেন এককালের জনপ্রিয় এই অভিনেত্রী
কোলাজ

সোনালি দিনের সাড়াজাগানো চিত্রনায়িকা সুনেত্রা আর নেই। গত ২০ এপ্রিল ভারতের কলকাতায় শেষনিশ্বাস ত্যাগ করেন এককালের জনপ্রিয় এই অভিনেত্রী। আশি-নব্বইয়ের দশকে বড় পর্দায় ঝড় তুলতেন মায়াবী চোখের সুনয়না সুনেত্রা। বিস্তারিত পড়ুন...

সুপার এইটে আফগানিস্তান, গ্রুপ পর্ব থেকে বিদায় নিউজিল্যান্ডের

পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান
এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল নিউজিল্যান্ড। আজ পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটে হারিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান। বিস্তারিত পড়ুন...