মন্ত্রিসভায় উঠছে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন

বাংলাদেশ সরকারের লোগো

প্রস্তাবিত ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন’ মন্ত্রিসভায় উঠছে। আজ সোমবারের বৈঠকে এটি অনুমোদনের জন্য তোলা হচ্ছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩ তৈরি হচ্ছে। আইসিটি বিভাগের সংস্থা ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান আজ প্রথম আলোকে বলেন, আজকের মন্ত্রিসভায় প্রস্তাবিত আইনটি তোলা হচ্ছে।

সেখানে কোনো সংশোধন থাকলে তার ওপর কাজ হবে। পরবর্তী সময় আইন মন্ত্রণালয়ে যাবে ভেটিংয়ের জন্য। এরপর সংসদে উঠবে। সংসদ অধিবেশন না থাকলে তখন সরকার চাইলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন।

আরও পড়ুন

সরকার তিন বছর ধরে উপাত্ত সুরক্ষা আইন করার জন্য কাজ করছে। ২০২২ সালের শুরুতে সরকার আনুষ্ঠানিকভাবে উপাত্ত সুরক্ষা আইনের প্রথম খসড়া প্রকাশ করে।

সে খসড়া নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা, ব্যবসায়ী সংগঠন ও বিশেষজ্ঞরা উদ্বেগ জানান। এরপর কয়েক ধাপে খসড়ায় পরিবর্তন আনা হয়।  জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তরও গত বছর ১০ আগস্ট সরকারকে ১০টি পর্যবেক্ষণ দেয়।

দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও অংশীজনদের আপত্তির মুখে চলতি বছরের আগস্টে উপাত্ত সুরক্ষা আইনের আরেকটি খসড়া প্রকাশ করা হয়। যেখানে  বিভিন্ন ধারা অনেকটা শিথিল করা হয়েছে।  

এ আইন থেকে ফৌজদারি অপরাধ পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। সাজা হিসেবে রাখা হয়েছে জরিমানা। অবশ্য আইনের খসড়ায় কিছু ধারা নিয়ে এখনো উদ্বেগ রয়েছে বলে মনে করছেন অংশীজনেরা।

এ ছাড়া গত সেপ্টেম্বরে খসড়াটির নাম পরিবর্তন করে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ২০২৩’ করা হয়েছে। সূত্র জানায়, এটিই আজ মন্ত্রিসভার বৈঠকে উঠছে।  

আরও পড়ুন