সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩১ মে, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

যুক্তরাষ্ট্র থেকে আক্তারুজ্জামানকে ফেরাতে ভারতের সহযোগিতা চেয়েছে ডিবি

সংসদ সদস্য আনোয়ারুল আজীম খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন
ছবি: সংগৃহীত

সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে যাঁকে সন্দেহ করা হচ্ছে, সেই মো. আক্তারুজ্জামান ওরফে শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনতে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বন্দিবিনিময় চুক্তি থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি নিজস্ব প্রক্রিয়ায়ও আক্তারুজ্জামানকে দেশে ফেরত আনতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিস্তারিত পড়ুন...

দুর্নীতি: এক পুলিশ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আদালত
প্রতীকী ছবি

অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি বলেন, দুদকের পক্ষ থেকে আদালতকে লিখিতভাবে জানানো হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
বিস্তারিত পড়ুন...

মালয়েশিয়ার শ্রমবাজার: ‘চক্রে’ ঢুকে চার সংসদ সদস্যের ব্যবসা রমরমা

বিদেশে কর্মী পাঠাতে ২০১৮ সালের ডিসেম্বরে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নেন ফেনী থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। তাঁর প্রতিষ্ঠানের নাম স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড। লাইসেন্স নেওয়ার সাড়ে তিন বছরে মাত্র ১০০ কর্মী বিদেশে পাঠায় তারা। অবশ্য ‘মালয়েশিয়া সিন্ডিকেটে’ বা চক্রে যোগ দেওয়ার পর গত দেড় বছরে দেশটিতে প্রায় ৮ হাজার কর্মী গেছেন নিজাম হাজারীর এজেন্সির নামে। নিজাম হাজারীর মতো আরও দুজন সংসদ সদস্য এবং একজন সংসদ সদস্যের পরিবারের দুজন সদস্যের রিক্রুটিং এজেন্সি রয়েছে মালয়েশিয়া চক্রে। বিস্তারিত পড়ুন...

তানজিম বললেন, ‘আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি’

বাংলাদেশ দলের পেসার পেসার তানজিম হাসান
প্রথম আলো

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ‘লাল সবুজের গল্প’ শুরু করেছে বিসিবি। জাতীয় দলের ক্রিকেটারদের এই সিরিজ গল্পগুলো পোস্ট করা হচ্ছে বিসিবির ফেসবুক পেজে। জাকের আলী, রিশাদ হোসেন, তানজিদ হাসান ও নাজমুল হোসেনরা এর আগে নিজেদের গল্প বলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দল ও ব্যক্তিগত প্রত্যাশার কথাও বলেছেন তাঁরা। বৃহস্পতিবার জাতীয় দলের পেসার তানজিম হাসানের ‘লাল সবুজের গল্প’ ভিডিও বার্তা হিসেবে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে বিসিবি। বিস্তারিত পড়ুন...

জিয়া হত্যাকাণ্ড ও তারপর কী ঘটেছিল

জিয়াউর রহমান
ছবি: সংগৃহীত

৪৩ বছর আগে রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হন সেনাবাহিনীর বিপথগামী একদল সদস্যের হাতে। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। যাঁরা হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, ঘটনার দুই দিনের মধ্যে তাঁদের দমন করা হয়েছিল। হত্যাকাণ্ড, তারপর কী ঘটেছিল, সেই দুই দিনে? বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন