সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৮ মার্চ, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

চার মাস আগেও আম্মানের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করেন অবন্তিকা, ব্যবস্থা নেননি প্রক্টর

ফাইরুজ সাদাফ অবন্তিকা
ছবি: ফেসবুক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকা গত বছরের ১৪ নভেম্বর তৎকালীন প্রক্টরের কাছে সহপাঠী আম্মান সিদ্দিকীর বিরুদ্ধে উত্ত্যক্ত করা ও হয়রানির অভিযোগ জানিয়েছিলেন। দীর্ঘদিন ধরে আম্মানের হয়রানি, হুমকির শিকার হচ্ছেন ও নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে আবেদন করেছিলেন।
বিস্তারিত পড়ুন...

বিশেষ ছাড়েও কক্সবাজারে পর্যটক নেই, খাবার নিয়ে দুর্ভোগ

ফাঁকা পড়ে আছে কক্সবাজার সমুদ্রসৈকত। আজ রোববার দুপুরে সৈকতের কলাতলী পয়েন্টে
ছবি: প্রথম আলো

কক্সবাজার সমুদ্রসৈকতে সাত দিন আগে লাখো পর্যটকের সমাগম থাকলেও পবিত্র রোজার মাসে অনেকটা জনশূন্য হয়ে পড়েছে পর্যটন স্থানটি। এ কারণে শহরের পাঁচ শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্টহাউস ও কটেজ খালি পড়ে আছে। রোজার প্রথম দিন থেকে শহরের সাত শতাধিক রেস্তোরাঁও বন্ধ। এতে ভ্রমণে আসা কয়েক হাজার পর্যটককে খাবার নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে। বিস্তারিত পড়ুন...

ব্যস্ত সড়কে আবার খুন মিরপুরে, দৃশ্য সিসি ক্যামেরায়

ঢাকার মিরপুরে কুপিয়ে হত্যা করা হয় মো. ফয়সালকে
ছবি: ফয়সালের স্বজনদের কাছ থেকে নেওয়া

ঘড়িতে সন্ধ্যা সাতটার মতো বাজে। দুই তরুণ অটোরিকশায় করে ফিরছিলেন। তাঁদের থামালেন সাত-আটজন তরুণ। এরপর তাঁদের কুপিয়ে আহত করা হলো। রাস্তার এক পাশে পড়ে রইলেন নিথর একজন। ঢাকার মিরপুরের ঘটনা এটি। শনিবারের। সিসিটিভি ক্যামেরার ভিডিও চিত্রে ধরা পড়েছে এই দৃশ্য। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত পড়ুন...

ভারতের সেলুন-রেস্তোরাঁয় কাজ করছেন আফগানিস্তানের সাবেক সেনা কর্মকর্তারা

নয়াদিল্লির একটি ছোট্ট ঘরে সাবেক আফগান সেনা কর্মকর্তা জাকি মারজাই
ছবি: আল–জাজিরার সৌজন্যে

২০১৫ সালে সার্জেন্ট হিসেবে আফগান সেনাবাহিনীতে যোগ দেন মারজাই। তিন বছর আগেও সেনাবাহিনীর এলিট ফোর্সে ছিলেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমর্থিত আফগান সরকারের হয়ে তালেবানের বিরুদ্ধে যুদ্ধে লড়ছিলেন। কিছুদিন পর হতেন সেনাবাহিনীর একজন কমিশনড অফিসার। ২০১৮ সালের ২০ জুন হঠাৎ তাঁর জীবনের সবকিছু এলোমেলো হয়ে যায়। এদিন রাত দুইটার ঘটনা। গজনি প্রদেশে একটি সেনাশিবিরে ছিলেন মারজাই। আচমকা সেখানে হামলা হয়। গুলিবিদ্ধ হন মারজাই ও অন্য সেনাসদস্যরা। কিছু বুঝে ওঠার আগেই ২৫ সেনাসদস্য নিহত ও আরও ৬ জন আহত হন। সৌভাগ্যক্রমে সেদিন বাঁচলেও মারজাইয়ের চিবুক ও ডান পায়ে গুলি লাগে। বিস্তারিত পড়ুন...

ভারতের গণতন্ত্র কঠিন পরীক্ষার মুখে

সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
রয়টার্স

প্রায় ৯৬ কোটি ৮০ লাখ নিবন্ধিত ভোটার নিয়ে আগামী এপ্রিল ও মে মাসে ভারতে সাধারণ নির্বাচন হতে যাচ্ছে। এই ভোটের মধ্য দিয়ে দেশটিতে মানব–ইতিহাসের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন হবে। তবু এই নির্বাচন ঘিরেই ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যৎ–সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন সবার মাথায় চক্কর খাচ্ছে। বাস্তবতা হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গদি ধরে রাখার এক দশক পরে এসে দেখা যাচ্ছে, ভারতের গণতান্ত্রিক সংস্কৃতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বলা যায় ধ্বংস হয়ে গেছে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন