সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৩ জুলাই, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

আমাদেরও এক দফা, শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়: ওবায়দুল কাদের

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের পাশের সড়কে শান্তি সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ছবি: তানভীর আহাম্মেদ

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির এক দফার আন্দোলন ঘোষণার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাঁরাও এক দফা ঘোষণা করছেন। আর তা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীন ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। যেকোনো সময় মাঠে নামার জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন পর্যন্ত খেলা হবে। মাঠ ছাড়বেন না। ডাক দিলেই চলে আসবেন।’ বিস্তারিত পড়ুন:

‘রক্ত দিয়ে’ হলেও এ সরকারের অধীন নির্বাচন প্রতিহতের ঘোষণা বিএনপির নেতাদের

সমাবেশের আগে নেতা-কর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করেন। ১২ জুলাই
ছবি: সাজিদ হোসেন

রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগ সরকারের অধীন নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতারা। তাঁরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেই কেবল নির্বাচন হবে। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গতকাল রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বিএনপির বেশ কয়েকজন নেতা এ কথা বলেছেন।
বিস্তারিত পড়ুন:

১৯ দিনে একে একে তিন মেয়েকে হারালেন মিঠুন-আরতি

(বাঁ থেকে) সারথী, সাকসি ও হ্যাপি
ছবি: সংগৃহীত

শোক কাটিয়ে ওঠার ফুরসত কোথায় তাঁদের! চোখের সামনে কেবল একের পর এক সন্তানের চলে যাওয়া দেখেছেন তাঁরা। ১৯ দিনের মধ্যে তিন সন্তানকে হারিয়েছেন মিঠুন-আরতি দম্পতি। বড় দুজনের পর গতকাল চলে গেল তাঁদের তৃতীয় মেয়ে হ্যাপি দাস (৬)। হেরে গেলেন মা–বাবা। বিস্তারিত পড়ুন:

শ্রীলঙ্কায় ‘শেষ’ লেগুমগাছটি কাটা পড়ল, বানানো হচ্ছে মহাসড়ক

বলা হচ্ছে, বিশ্বে বিশেষ একটি প্রজাতির সর্বশেষ গাছ ছিল এটি
ছবি: টুইটার থেকে নেওয়া

শ্রীলঙ্কায় উন্নয়নকাজের জন্য একটি গাছ কেটে ফেলার ঘটনায় শোরগোল পড়ে গেছে। বলা হচ্ছে, লেগুম প্রজাতির ‘সর্বশেষ’ গাছ ছিল এটি। গত মঙ্গলবার দেশটির রাজধানী কলম্বোর উপকণ্ঠে থাকা গাছটি কেটে ফেলা হয়েছে। সেখানে চার লেনের মহাসড়ক (এক্সপ্রেসওয়ে) নির্মাণ করা হবে। বিস্তারিত পড়ুন:

রোনালদোর আল নাসরকে দলবদলে নিষেধাজ্ঞা দিল ফিফা

নতুন খেলোয়াড় নিবন্ধনে জটিলতায় পড়েছে আল নাসর
ছবি: আল নাসরের টুইটার পেইজ থেকে

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও গত মৌসুমে লিগ শিরোপা জিততে পারেনি আল নাসর। যে কারণে এবারের দলবদলে আরও কয়েকজন ভালোমানের খেলোয়াড় যুক্ত করার লক্ষ্য তাদের। তবে লক্ষ্য পূরণের পথে বড় হোঁচট খেয়েছে সৌদি আরবের ক্লাবটি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো বলছে, আল নাসরকে নতুন খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। এর ফলে সৌদি আরবের ভেতরে অথবা বাইরের দেশের ক্লাব থেকে কোনো খেলোয়াড় দলভুক্ত করতে পারবে না তারা। বিস্তারিত পড়ুন: