কুইজ পত্রিকা পড়ার অভ্যাস গড়তে সহায়তা করছে

মোহাম্মদ লোকমান হোসাইন

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠকদের জন্য অনলাইন কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় দিন ছিল গতকাল মঙ্গলবার। সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ শাহেদ

গতকাল সর্বোচ্চ ২০টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ৪০ জন। নিয়ম অনুযায়ী ১০ জন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন ঢাকার মোহাম্মদ লোকমান হোসাইন, চট্টগ্রামের মোহাম্মদ শাহেদ, ফেনীর নাজমুন নাহার, ঢাকার তানজিম আকরাম তানি, কুমিল্লার মো. নুরুল আমিন, ঢাকার মেশকাত স্বাধীন, কক্সবাজারের মামুনুর রশিদ ও মো. ইমরান হাসান তাসনিম, ঢাকার মুহাম্মাদ আকবর হোসাইন এবং কুমিল্লার শাহীন আলম।

নাজমুন নাহার

বিজয়ীদের প্রত্যেকে পাচ্ছেন দুই হাজার টাকার গিফট চেক।

গতকালের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম মোহাম্মদ লোকমান হোসাইন বলেন, ‘পড়াশোনার পাশাপাশি পত্রিকা পড়ার গুরুত্ব অনেক। প্রথম আলোর এই কুইজ প্রতিযোগিতা পত্রিকা পড়ার অভ্যাস গড়তে সহায়তা করছে।’

প্রতিদিনের মতো গতকালও কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ছিল কুইজের দিন ও তার আগের দিন প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইনে প্রকাশিত সংবাদ, নিবন্ধ, ফিচার থেকে। কুইজের এই আয়োজন টানা ১০ দিন চলবে। প্রতিদিনই সবচেয়ে কম সময়ে বেশি সংখ্যক প্রশ্নের সঠিক উত্তরদাতা ১০ জনের প্রত্যেকে ২ হাজার টাকার গিফট চেক পাবেন।

পাঠক কুইজের প্রথম পর্বের আয়োজন চলবে আগামীকাল ১৫ নভেম্বর পর্যন্ত। নিবন্ধন করার ওয়েব ঠিকানা prothomalo.com/quiz