সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৮ মে, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বেসিক ও ন্যাশনাল ব্যাংক এখনই একীভূত হচ্ছে না

বেসিক ব্যাংক–ন্যাশনাল ব্যাংক এখনই একীভূত হচ্ছে না

সরকারি ও বেসরকারি পাঁচ ব্যাংক একীভূত করতে ৬০ থেকে ৭০ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এই অর্থ ব্যয় করতে হবে আগামী পাঁচ বছরে। বিপুল পরিমাণ এই অর্থ কোথা থেকে আসবে, এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। আবার কেন্দ্রীয় ব্যাংক একীভূত হওয়ার যে নির্দেশনা দিয়েছে, তা নিয়েও আপত্তি তুলেছে একাধিক ব্যাংক। আমানতকারীরাও আস্থা না রাখতে পেরে তুলে নিচ্ছেন আমানত। এতে কয়েকটি ব্যাংকের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। 

বিস্তারিত পড়ুন...

র‍্যাবের উদ্ধার করা আট কেজি সোনা বৈধ, মামলায় খালাস সেই মনির

২০২০ সালের নভেম্বরে মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনির’কে গ্রেপ্তার করা হয়
ফাইল ছবি: প্রথম আলো

অস্ত্র আইনের মামলার পর এবার বিশেষ ক্ষমতা আইনে করা মামলা থেকে খালাস পেলেন মনির হোসেন ওরফে ‘গোল্ডেন’ মনির। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার গত রোববার এ রায় দেন। 

বিস্তারিত পড়ুন...

‘বড় ভাইয়ের’ নির্দেশ এবং খোকনের অব্যাহতি ঘিরে নাটকীয়তা

মাহবুব উদ্দিন খোকন ও কায়সার কামাল
ছবি: সংগৃহীত

একসময় পেশাজীবী সংগঠনগুলো স্বকীয়তা নিয়ে চলত। যে রাজনীতির প্রতিই সমর্থন থাকুক না কেন, পেশাজীবীরা পেশাগত বিষয়টিই অগ্রাধিকার দিতেন। দাবিদাওয়া নিয়ে আন্দোলন করতেন। কিন্তু এখন পেশাজীবী সংগঠনগুলো পেশাগত বিষয়ের চেয়ে দলীয় রাজনীতিকে মুখ্য ভাবে।

বিস্তারিত পড়ুন...

ভারতের বেকার তরুণেরা কোন মোহে এখনো মোদিকে সমর্থন করছেন

বিজেপির নির্বাচনী ইশতেহার হাতে নরেন্দ্র মোদি
ছবি: রয়টার্স

যেসব প্রতিশ্রুতি ২০১৪ সালে মোদিকে ক্ষমতায় এনেছিল, তার মধ্যে প্রতিবছর ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করাটা ছিল সবচেয়ে আলোচিত। ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারত। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশির বয়স ৩০ বছরের নিচে। মোদির এই প্রতিশ্রুতি দেশটির ভোটারদের মধ্যে দারুণ সাড়া ফেলে দিয়েছিল। 

বিস্তারিত পড়ুন ...

ভাগ্যিস উগান্ডা ছিল, নয়তো তলানিতে থাকতেন বাংলাদেশের অধিনায়ক নাজমুলই

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের স্ট্রাইক রেট টি–টোয়েন্টির দাবি মেটাতে ব্যর্থ
বিসিবি

উগান্ডাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কত ধরনের ‘ট্রল’ হয়। পূর্ব আফ্রিকার দেশটি যেন হাস্যরসের বিশেষ উপাদান। বাংলাদেশের মানুষ তো কথায় কথায় উগান্ডার তুলনা টানে। সেই উগান্ডাই টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ে ও একসময়ের চমক-জাগানিয়া দল কেনিয়াকে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। এতে বাংলাদেশের একটা উপকারও হয়েছে। 

বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন