ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় চসিকের যত প্রস্তুতি

নৌযানগুলো সাগর থেকে নিরাপদ স্থানে তোলা হচ্ছে
ছবি: গিয়াস উদ্দিন

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছে সিটি করপোরেশন। বিশুদ্ধ পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় যানবাহন, বিদ্যুৎ সরবরাহ ও সড়কবাতি নির্বিঘ্ন রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ ছাড়া নগরের দামপাড়ায় সিটি করপোরেশনের বিদ্যুৎ উপবিভাগ ভবনের নিচতলায় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষের নম্বর ০১৮৯৪-৮৮৩০০২ ও ০২-৪১৩৬০২৭১। এই দুটি নম্বরে যেকোনো নাগরিক জরুরি সব ধরনের সেবার জন্য যোগাযোগ করতে পারবেন।

গত শুক্রবার রাতে গণমাধ্যমের কাছে পাঠানো সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় গত বুধবার সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা উপকমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৪১টি ওয়ার্ডে ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত, নিয়ন্ত্রণকক্ষ গঠন, ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা ও ঘূর্ণিঝড় মোখার গতিবেগ গভীরভাবে পর্যবেক্ষণের মাধ্যমে জরুরি যেকোনো পদক্ষেপ গ্রহণ, নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরিতে প্রতিটি এলাকায় মাইকিং করার পাশাপাশি আরবান মেডিকেল টিম গঠন, আরবান ভলান্টিয়ার ও উদ্ধারকর্মীদের প্রস্তুত রাখা।

আরও পড়ুন

গতকাল শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৮ নম্বর মহাবিপৎসংকেতের পরিপ্রেক্ষিতে নাগরিকদের উদ্দেশে এক বার্তায় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড়সংক্রান্ত যেকোনো তথ্য জানতে বা যেকোনো সহায়তার জন্য নিয়ন্ত্রণকক্ষে ২৪ ঘণ্টা যেকোনো সময় যোগাযোগ করতে পারবেন। নাগরিকদের বলব, দুর্যোগকালে ত্রাণ থেকে স্বাস্থ্যসেবা—যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করুন। আপনাদের সহযোগিতা জন্য প্রশিক্ষিত কর্মী বাহিনী দ্রুততম সময়ে সাড়া দিতে প্রস্তুত।’

আরও পড়ুন