শুভ সকাল। আজ ১৫ মে, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই তিনজনকে শাহবাগ থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। বিস্তারিত পড়ুন...
শখ করে অনেকেই বিদেশি নানা প্রজাতির সরীসৃপ পুষছেন। এতে দেশে এসব প্রাণীর চাহিদা বাড়ছে। এই সুযোগে অবৈধভাবে এসব প্রাণী দেশে আনছে নানা চক্র। এগুলোর বেচাকেনায় ফেসবুকভিত্তিক বাজার বড় হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো নীতিমালা ও তদারকি ছাড়া দেশে আসা এসব প্রাণী দেশীয় বাস্তুতন্ত্র ও প্রতিবেশের জন্য হুমকির কারণ হতে পারে। বিস্তারিত পড়ুন...
জাপানের এই অভিমানী স্বামীর খবরটি সামনে আসে ২০১৬ সালে। ওতুয়ে ও ইউমি দম্পতির ১৮ বছর বয়সী ছেলে ইয়োসিকি কাতায়ামা মা–বাবার পরিস্থিতি নিয়ে জাপানের হাকাইদো টিভি চ্যানেলের একটি শোতে লিখে পাঠান। মা-বাবার সম্পর্ক ঠিক করতে কিছু একটা করার অনুরোধ করেন। বিস্তারিত পড়ুন...
৭ মে, যেদিন ভারত পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে কথিত জঙ্গিঘাঁটিতে হামলা চালায়, সেদিন মাহাতো উচ্ছ্বসিত ছিলেন। তিনি স্ক্রলকে বলেন, ‘সরকার ঠিক কাজটাই করেছে। হামলা চালিয়ে যেতে হবে, যতক্ষণ না সব জঙ্গিকে ধ্বংস করা যায়। ওরা যাতে আর কখনো এ রকম করতে না পারে।’ বিস্তারিত পড়ুন...
নিলাম থেকে কেউ দলে নেয়নি। তবে ভারত–পাকিস্তান সংঘাতের পর আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে তারা। বিস্তারিত পড়ুন...