ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১১ শ ছাড়াল
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১১ শ ছাড়াল। আর চলতি মাসের প্রথম ১০ দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২০।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় ৯ জন এবং ঢাকার বাইরে ৪ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১০৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর নিয়ে ২ হাজার ৫৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৭৭৯ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৮৯ হাজার ৪৬০ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৯ হাজার ৩১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন পুরুষেরা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১ লাখ ৩৮ হাজার ৪২১ জন পুরুষ আক্রান্ত হয়েছেন। আর নারী আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৩৫৮ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের মধ্যে মৃত্যুর হার শূন্য দশমিক ৫ শতাংশ। এর মধ্যে বেশি মারা যাচ্ছেন ৩৬ থেকে ৪০ বছর বয়সীরা।
দেশে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় ২০০০ সালে। তখন ডেঙ্গু চিকিৎসা ও ব্যবস্থাপনা অনেকের কাছে নতুন ছিল। ওই বছর ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয়। ২০১৯ সালে আরও বড় ধরনের প্রকোপ দেখা দেয়। সে বছর ডেঙ্গুতে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হন, মারা যান ১৭৯ জন।
আইইডিসিআর তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন।