ছবি এঁকে পান্থকুঞ্জ পার্ক ধ্বংসের প্রতিবাদ খুদে শিক্ষার্থীদের
ছবি এঁকে হাতিরঝিল জলাধার ও পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে এফডিসি থেকে পলাশী পর্যন্ত চলমান এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক বাতিলের প্রতিবাদ জানিয়েছে খুদে শিক্ষার্থীরা। আজ শনিবার বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচির ৫১তম দিনে ‘ছোট–বড় মিলে পান্থকুঞ্জে আঁকব ছবি’ নামের এ আয়োজনে পান্থকুঞ্জ পার্কে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন, পবা, প্রত্যাশা মাদকবিরোধী সংগঠন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও পান্থকুঞ্জ প্রভাতী সংঘের উদ্যোগে এ আয়োজনের উদ্বোধন করেন শিল্পী কফিল আহমেদ।
বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক নাঈম উল হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের অনুষ্ঠানে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, মিলন হোক নৈশ বিদ্যালয়, লক্ষ্মীবিবি নৈশ বিদ্যালয়, মোবাইল কোয়ালিটি স্কুলসহ স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ক দিয়ে এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে। পার্ক ধ্বংস করে এই সড়ক নির্মাণের প্রতিবাদে ৫১ দিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছেন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সদস্যরা। এরই অংশ হিসেবে আজ শিক্ষার্থীদের নিয়ে ‘ছোট বড় মিলে পান্থকুঞ্জে আঁকব ছবি’ নামের এ আয়োজন করা হয়। বেলা তিনটায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা ছবি এঁকে এর প্রতিবাদ জানায়।