শুভ সকাল। আজ ১৩ অক্টোবর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
আদালত অবমাননায় অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তা মো. সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে তাঁর করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিকেলে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে সোহেল রানার (কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এখন আইন মন্ত্রণালয়ে সংযুক্ত) করা আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী ২০ নভেম্বর শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।
বিস্তারিত পড়ুন...
একই দিনের দুটো শিরোনাম, ‘জাতীয় সংলাপে বিশিষ্টজনেরা: সম্ভাব্য সংঘাত এড়াতে সংলাপের বিকল্প নেই’ এবং ‘ছাড় দিয়ে আপস-সমঝোতায় রাজি নয় আ.লীগ ও বিএনপি’। এ দুই শিরোনামে বর্তমান রাজনৈতিক সংকট এবং আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কতটা গভীর ও গুরুতর রূপ নিয়েছে, তা স্পষ্ট বোঝা যায়।
বিস্তারিত পড়ুন...
নতুন করে ৬১ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল (10 ms.com)। এই বিনিয়োগের নেতৃত্ব দিয়েছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম কনজাংশন ক্যাপিটাল, পিক ফিফটিনের সার্জ (পূর্বে সিকয়িয়া ক্যাপিটাল ইন্ডিয়া) এবং স্টার্টআপ বাংলাদেশ। এর মাধ্যমে প্রি-সিরিজে ফান্ডিং রাউন্ড নিশ্চিত করল এই স্টার্টআপ।
বিস্তারিত পড়ুন...
ফিলিস্তিনি সংগঠন হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে এক ইসরায়েলি নারী ও দুই শিশুকে মুক্ত করে দিতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, গত শনিবার ইসরায়েলে হামাসের ব্যাপক হামলার পর কোনো এক সময় তাঁদের আটক করা হয়েছিল।
বিস্তারিত পড়ুন...
শ্রীলঙ্কা দলে মাতিশা পাতিরানার কাজটা কী? স্লিঙ্গিং অ্যাকশনে ব্যাটসম্যানকে চমকে দিয়ে উইকেট নেবেন, এক প্রান্তে ব্যাটসম্যানদের আটকে রাখবেন। ২০ বছর বয়সী পাতিরানা যেন করছেন এর উল্টোটা। ব্যাটসম্যানদের এক প্রান্তে আটকে রাখবেন কী, পাতিরানা তো নিজের লাইন-লেংথই ঠিক রাখতে পারছেন না। একের পর এক অতিরিক্ত রান দিয়ে ব্যাটসম্যানদের চাপ আরও কমিয়ে দিচ্ছেন। একটি পরিসংখ্যান দিলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
বিস্তারিত পড়ুন...