বিভাগীয় শহরগুলোতে প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র হবে: সমাজকল্যাণমন্ত্রী

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ
ছবি: সংগৃহীত

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্থায়ী আবাসন ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়েছে। দেশের আটটি বিভাগীয় শহরে আটটি আবাসন ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হবে।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নুরুজ্জামান আহমেদ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা শতভাগ ভাতা ও শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছেন। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও অন্যান্য নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির জন্য থেরাপি সেবা, বিশেষ শিক্ষা, মা–বাবা ও কেয়ারগিভারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশের আটটি বিভাগে আটটি আবাসন ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরি হওয়া এই কেন্দ্রগুলো হবে আধুনিক প্রযুক্তিগত সুযোগ-সুবিধাসংবলিত একটি ওয়ান–স্টপ সেন্টার।

আরও পড়ুন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, সমাজের কোনো অংশকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণ ও সহযোগিতা দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। এ জন্য সরকারের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ২০১৩ সালে আইন প্রণয়নের পর থেকে এ ধরনের প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বেড়েছে। সরকারের নানামুখী উদ্যোগের ফলে তারা সমাজের মূল স্রোতে এসেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম। অটিজম বিষয়ে বিশেষ অবদান রাখায় ১০ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেন মন্ত্রী।