ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) আইনজীবীদের মারধরের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ ও কোতোয়ালি জোনের দুই অতিরিক্ত পুলিশ উপকমিশনারসহ (এডিসি) পুলিশের ৯ সদস্যের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন খারিজ করেছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান আজ বুধবার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপিপন্থী আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।
এর আগে বিএনপিপন্থী আইনজীবী মো. মহসিন মিয়া বাদী হয়ে পুলিশের ৯ সদস্যের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেন।
ডিএমপির লালবাগ জোনের এডিসি মোহাম্মদ শহিদুল ইসলাম এবং কোতোয়ালি জোনের এডিসি মো. মুহিত কবীর সেরনিয়াবাত ছাড়া মামলায় বিবাদী হিসেবে যাঁদের অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছিল, তাঁরা হলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান, পরিদর্শক (অপারেশন) নাজমুল হাসান, পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান, উপপরিদর্শক শাহাবুদ্দিন হাওলাদার, কনস্টেবল মাহাবুব আলম, আবদুর রশীদ ও রমজান মোল্লা।
মামলার আবেদনে আইনজীবী মহসিন মিয়া দাবি করেন, ১২ সেপ্টেম্বর ইউএলএফের ব্যানারে আইনজীবীরা মিছিল নিয়ে ঢাকা আইনজীবী সমিতির মূল ভবন থেকে জনসন রোডের দিকে যাচ্ছিলেন। তখন পুলিশের উল্লিখিত সদস্যরা নারী আইনজীবী রাফিজা আলমসহ অনেক আইনজীবীকে পিটিয়ে আহত করেন।
তবে ওই দিনের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালসহ বিএনপিপন্থী ৬৭ আইনজীবীর বিরুদ্ধে ১৩ সেপ্টেম্বর মামলা করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন হাওলাদার। তাঁর মামলার এজাহার অনুযায়ী, ১২ সেপ্টেম্বর দুপুরে ইউএলএফের ব্যানারে একদল আইনজীবী মিছিল নিয়ে ঢাকা আইনজীবী সমিতির মূল ভবন থেকে জনসন রোডে আসেন। তখন পুলিশের পক্ষ থেকে তাঁদের বলা হয়, তাঁরা যেন সড়ক অবরোধ না করেন। তবে মিছিলকারী আইনজীবীরা হট্টগোল করেন এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। আইনজীবীদের লাঠিপেটায় পুলিশের একাধিক সদস্য আহত হন।