সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার, সপ্তাহের প্রথম কর্মদিবস। আজ এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। প্রথম আলো অনলাইনে এ-সংক্রান্ত একাধিক প্রতিবেদন ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় সারা দিন ধরে ছিল উত্তপ্ত। বিএনপির একটি প্রতিনিধিদল আজ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের খবরও আজ পাঠকসমাদৃত হয়েছে। এ ছাড়া আছে বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনজগতের নানা খবর। সারা দিনের ব্যস্ততায় হয়তো এসব খবর আপনার চোখে পড়েনি। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোর আলোচিত পাঁচ প্রতিবেদনে।

মেডিকেলে পাসের হার ৩৫.৩৪, যেভাবে ফল পাচ্ছেন শিক্ষার্থীরা

Md. Rashedul Alam Rasel

এবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়েশিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন (৫৭.৬৯ শতাংশ) এবং ছেলেশিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন (৪২.৩১ শতাংশ)। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। বিস্তারিত পড়ুন

নতুন করে উদ্ধার ২ কোটি ৫৩ লাখ টাকা, গ্রেপ্তার ৮

ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় নতুন করে আরও ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাজধানীর বনানী, মিরপুর ও সুনামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পড়ুন

ইউক্রেনের যেসব এলাকায় এখন রুশ আধিপত্য

ইউক্রেনের রাস্তায় দেশটির সেনাবাহিনীর টহল
ছবি: এএফপি

বিশ্লেষকদের অনেকেই বলেছিলেন, শীত মৌসুমে ইউক্রেনে বড় সফলতা পেতে পারে মস্কো। বাস্তবে সেটাও হয়নি। তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা জোরদার করেছে রুশ বাহিনী। চলছে স্থলের লড়াইও। বিস্তারিত পড়ুন

মিরপুরে বাংলাদেশের নিয়ন্ত্রণ

শামসুল হক

মঈনের শেষ ওভার, সাকিব চড়াও হতে গেলেন তাঁর ওপর। তুলে মেরেছিলেন, লং অফে দাঁড়িয়ে ছিলেন ক্রিস জর্ডান। এ ম্যাচে এখন পর্যন্ত বোলিংয়ে দেখা যায়নি জর্ডানকে, তবে এমন ক্যাচ তাঁর মিস করার কথা নয়। অমন কিছু হয়নিও। ২০ বলে ১৮ রান প্রয়োজন বাংলাদেশের। বিস্তারিত পড়ুন

সুন্দর এই পোশাক পরে রাজকীয় অনুভূতি হচ্ছে: সুস্মিতা সেন

বলিউডের সুপারফিট নায়িকাদের একজন সুস্মিতা সেন। বয়স মাত্র ৪৭ বছর। তাই তাঁর হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার খবরে চমকে গিয়েছিলেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই খবরটা দিয়েছিলেন তিনি। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে আরও পড়ুন