সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৪ ফেব্রুয়ারি, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

প্রভাবশালীদের দেওয়া সেই বাঁধ কাটা হচ্ছে

প্রাকৃতিক ছড়ার ওপর দেওয়া বাঁধ কাটা হচ্ছে। আজ বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া সীমান্তবর্তী এলাকায়
ছবি: কাইছার হামিদ

চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া বনের প্রায় আড়াই হাজার একর বনভূমি ডুবিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা। সেই হ্রদে মাছ চাষ করা হচ্ছে। ২০২১ সালের জানুয়ারিতে এ বাঁধ নির্মাণ করা হয়। শনিবার প্রথম আলোয় ‘বন ডুবিয়ে প্রভাবশালীদের হ্রদ’ শীর্ষক প্রধান প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বেলা সাড়ে তিনটায় বন বিভাগ এই বাঁধ কাটার পদক্ষেপ নেয়। খবর পেয়ে বাঁধের কারণে ক্ষতিগ্রস্ত প্রায় ১০০ কৃষক সেখানে উপস্থিত হন। বিস্তারিত পড়ুন...

হত্যাকাণ্ডের পর স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিলেন সাবেক ছাত্রলীগ নেতা সজীব

সাবেক ছাত্রলীগ নেতা এস কে সজীব
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় পদ্মা নদীর চর থেকে ৯ টুকরা লাশ উদ্ধার হওয়া মিলন হোসেন (২৭) হত্যাকাণ্ডের মূল হোতা এস কে সজীব। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি (বহিষ্কৃত)। পাশাপাশি পুলিশের তালিকাভুক্ত কিশোর গ্যাং-প্রধান তিনি। এস কে সজীবের নেতৃত্বে কুষ্টিয়া শহরে একটি গ্যাং চলে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি ভারতের পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশক

টাঙ্গাইলের তাঁতের শাড়ি দেখছেন ক্রেতারা।

(জিআই) হিসেবে নিবন্ধিত হয়েছে। অথচ টাঙ্গাইল কোথায়? টাঙ্গাইল শাড়ি ভারতের নিবন্ধিত হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় আর বাংলাদেশিদের চলছে অনলাইন-যুদ্ধ। যাঁরা এখন ভারতকে দোষারোপ করছেন, তাঁদের কেউ কেন এত দিন টাঙ্গাইল শাড়িকে জিআই নিবন্ধনের জন্য আবেদন করেননি বা করতে উৎসাহিত করেননি? বিস্তারিত পড়ুন...

আমি বেঁচে আছি: ভিডিও বার্তায় বললেন পুনম পান্ডে

পুনম পান্ডে
ইনস্টাগ্রাম থেকে

মৃত্যুর সংবাদ প্রকাশ্যে আসার পরদিন এক ইনস্টাগ্রাম পোস্টে বলিউড তারকা পুনম পান্ডে বলেন, তিনি বেঁচে আছেন। শুক্রবার পুনমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর মৃত্যুর খবর প্রচার করা হয়। পরে তাঁর ম্যানেজারের বরাতে এনডিটিভি, ইন্ডিয়া টুডেসহ ভারতের শীর্ষ সংবাদমাধ্যমে পুনমের মৃত্যুর খবর আসে। বিস্তারিত পড়ুন...

মালদ্বীপ থেকে ভারতকে সেনা সরিয়ে নিতে হচ্ছে

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন
ছবি: রয়টার্স

মালদ্বীপ থেকে সেনা সরানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ভারত। আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে কয়েক দফায় সে দেশে মোতায়েন সেনাদের ভারতে ফিরিয়ে নেওয়া হবে। তবে সে দেশকে ভারতের দেওয়া দুটি হেলিকপ্টার ও একটি ডর্নিয়ার বিমান মালদ্বীপ সরকার রেখে দেবে। বিস্তারিত পড়ুন...