ইউনিভার্সেল মেডিকেল কলেজে বন্ধ্যত্ববিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও মালয়েশিয়ার কুয়ালালামপুরের কেএল ফার্টিলিটি অ্যান্ড গাইনোকলজি সেন্টারের যৌথ আয়োজনে বন্ধ্যত্ব চিকিৎসার সাম্প্রতিক উন্নতি ও প্র্যাকটিস–বিষয়ক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ইউনিভার্সেল মেডিকেলের অডিটরিয়ামে এ সেমিনারে ইউনিভার্সেল মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) চিকিৎসক আঞ্জুমান আরা বেগম সভাপতিত্ব করেন। মালয়েশিয়া থেকে আসা বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসক জসদেব হরভাজন সিংহ ও চিকিৎসক নাতাশা আইন বিনতে মো. নূর এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী কর্মশালায় স্বাগত বক্তব্য দেন এবং দেশ–বিদেশ থেকে আসা চিকিৎসকদের অভিবাদন জানানোর পাশাপাশি এ দেশের স্বাস্থ্য খাতের উল্লেখযোগ্য অবদান নিয়ে কথা বলেন।

কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইনফার্টিলিটি ও হাই রিস্ক প্রেগন্যান্সি বিশেষজ্ঞ জাকিউর রহমান এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের হিস্টেরোস্কপিক সার্জন হাসিনা বেগম। এ ছাড়া হাসপাতাল পরিচিতি প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর কাজী রফিকুল আলম এবং ধন্যবাদ জানান পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক এ কে মাহবুবুল হক।

সেমিনারে অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনা সুলতানা, অধ্যাপক পারুল জাহান, সহযোগী অধ্যাপক সুপ্রীতি রানী ঘোষ, সহযোগী অধ্যাপক সুমাইয়া বারীসহ (সুমী) দেশের অর্ধশতাধিক স্বনামধন্য স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ এবং বন্ধ্যত্বরোগ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। শিগগিরই ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে সর্বাধুনিক পূর্ণাঙ্গ ‘ফার্টিলিটি সেন্টার’–এর আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক রেহানা আরজুমান হাই। বিজ্ঞপ্তি