সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৮ মার্চ, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

তাঁদের বউদের ভারতীয় শাড়িগুলো কেন পুড়িয়ে দিচ্ছেন না: প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: পিআইডি

যে বিএনপি নেতারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন, তাঁদের স্ত্রীদের কয়খানা ভারতীয় শাড়ি আছে এবং সেগুলো কেন পুড়িয়ে দেওয়া হচ্ছে না, সে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত পড়ুন...

পায়ুপথ দিয়ে ঢুকে পড়া কুঁচে জীবিত থাকা নিয়ে যা বলছেন চিকিৎসকেরা

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জেলের পেট থেকে বের করা কুঁচে
ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের হাইল হাওরে মাছ ধরতে গিয়ে জেলের পায়ুপথ দিয়ে ঢুকে যাওয়া কুঁচেটি পেটের ভেতরে বেঁচে ছিল প্রায় ৩৬ ঘণ্টা। এরপর অস্ত্রোপচার করে এটি বের করা হয়। কিছুক্ষণ দেরি হলে রোগী সংকটাপন্ন অবস্থায় চলে যেতে পারতেন। পেটের ভেতরে কোনোভাবে অক্সিজেন পাওয়ায় এটি জীবিত ছিল। বিস্তারিত পড়ুন...

জিম্মিদের উদ্ধারে যেভাবে মধ্যস্থতাকারীর ভূমিকায় সুলাইমান    

২০২১ সালের জুলাইয়ে অপহরণ হয়েছিল এই শিক্ষার্থী (বাঁয়ে)। মুক্তিপণ দেওয়া অবৈধ হওয়ার আগে আগে ছাড়া পান তিনি
ছবি: এএফপি

দস্যু বাহিনীর কবল থেকে জিম্মিদের উদ্ধারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন সুলাইমান (ছদ্মনাম)। তিনি বিবিসিকে বলেন, জিম্মিদের মুক্ত করতে মুক্তিপণ দেওয়া অবৈধ হতে পারে। কিন্তু এটি একমাত্র পথ, যেখানে অপহরণের শিকার পরিবারগুলো স্বজনদের ফিরে পাওয়ার নিশ্চয়তা পেতে পারে। বিস্তারিত পড়ুন...

দিনে ৩০ রুপি আয় করা কিশোর এখন ১২ হাজার কোটি রুপির মালিক

ভারতের ট্রাইডেন্ট গ্রুপের চেয়ারম্যান রাজিন্দার গুপ্ত
ছবি: এএনআই

গরিব থেকে ধনী হওয়ার গল্পগুলো শুধু সিনেমাতেই হয় না, বাস্তবেও এর অনেক উদাহরণ রয়েছে। এই গল্পের মানুষগুলো হাজারও প্রতিবন্ধকতা পেরিয়ে সাফল্য অর্জন করেন। এমনই একজন অসাধারণ ও অনুপ্রেরণামূলক জীবন গড়ে তুলেছেন ভারতের ট্রাইডেন্ট গ্রুপের চেয়ারম্যান রাজিন্দার গুপ্ত। ট্রাইডেন্ট গ্রুপ ভারতের সুপরিচিত টেক্সটাইল ও কাগজ শিল্পপ্রতিষ্ঠান। কিন্তু এই রাজিন্দার গুপ্ত ১৪ বছর বয়সে স্কুলের পড়াশোনা বাদ দিয়ে দৈনিক ৩০ রুপি আয় করতেন। বিস্তারিত পড়ুন...

অবসর নিয়ে সর্বশেষ যা বললেন মেসি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি
এএফপি

মেসিভক্তরা নিশ্চিত এই প্রশ্নটা শুনতে চাইবেন না। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক আর খেলছেন না, এ ভাবনাটা তো তাঁদের মনোজগৎ এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। তবু প্রশ্নটা ওঠে, কারণ মেসিও তো মানুষ। আর মানুষ বলেই বয়স বাড়ে, তাই অবসরের কথাটাও ওঠে অবধারিতভাবেই।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন