শিক্ষার্থীদের ফুল দেওয়া শেষে ছাত্রদলের ওপর হামলা, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

হামলায় পাঁচজন নেতা–কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে ছাত্রদল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে ক্যাম্পাসে এসেছিলেন ছাত্রদলের নেতা–কর্মীরা। তাঁদের অভিযোগ, ফুল দেওয়া শেষে ফেরার পথে তাঁদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলায় পাঁচ নেতা–কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে ছাত্রদল। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ বলেছে, তারা ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতা করতে ব্যস্ত ছিল। হামলার বিষয়ে তাদের জানা নেই। বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুনাক বললেন, ‘আপনি আমাদের জন্য অনুপ্রেরণা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক
ছবি: বাসস ও রয়টার্স ফাইল ছবি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সফল অর্থনৈতিক নেতা হিসেবে অভিহিত করে বলেছেন, ‘আপনি আমাদের জন্য অনুপ্রেরণা।’ সুনাক বলেন, ‘আমি আপনাকে অনেক বছর ধরে অনুসরণ করছি। আপনি একজন সফল অর্থনৈতিক নেতা।’ স্থানীয় সময় গতকাল শুক্রবার কমনওয়েলথ সেক্রেটারিয়েটের দ্বিপক্ষীয় সভাকক্ষে তাঁদের প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে সুনাককে উদ্ধৃত করে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এসব কথা বলেন। বিস্তারিত পড়ুন

এমবিবিএসে ভর্তি: সলিলের ৪৪ বছরের লড়াই, ২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভর্তি হতে না পারা বান্দরবানের সলিল কান্তি চক্রবর্তী সর্বোচ্চ আদালতের রায় নিজের পক্ষে পেয়েছেন। গত বুধবার বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন। প্রায় ৪৪ বছর ধরে লড়াই চালিয়ে যাওয়া সলিল চক্রবর্তীকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কলেজ অধ্যক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বিস্তারিত পড়ুন

আড়াই বছর পর বিয়ের খবর প্রকাশ্যে আনলেন নায়ক রোশান

চিত্রনায়ক জিয়াউল রোশানের সঙ্গে তাঁর স্ত্রী তাহসিনা এশা
কোলাজ

ভালোবেসে আড়াই বছর আগে গোপনে বিয়ে করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। তখন শুধু তাঁর বন্ধুরাই বিয়ের খবর জানত। দুই পরিবারের অমতে বিয়ে করায় বিষয়টি সবাইকে জানাতেও চাননি। অবশেষে দুই পরিবারের সবার সম্মতি পেয়ে আজ শনিবার দুপুরে বিয়ের খবরটি প্রকাশ্যে আনলেন পাত্র নিজেই। প্রথম আলোকে জানান, তাঁর স্ত্রী তাহসিনা এশা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী। বিস্তারিত পড়ুন