শুভ সন্ধ্যা। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। মানিকগঞ্জের সাটুরিয়া থানায় পুলিশের সামনে সোনার বাহককে সোনা পাচারকারীর পেটানো–সংক্রান্ত প্রথম আলোর প্রতিবেদন আজ সাড়া ফেলেছে। ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় পুলিশ কর্মকর্তা খুনের মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নাম উঠে আসার খবরেও মিলেছে পাঠকের সাড়া। এ নিয়ে আজ একাধিক প্রতিবেদন ও বিশ্লেষণ আছে। এ ছাড়া আছে আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনজগতের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় আজ প্রকাশিত আলোচিত পাঁচ প্রতিবেদনে।
থানার পরিদর্শকের কক্ষে টেবিলের সামনে কাঁচুমাচু হয়ে আছেন এক যুবক। পাশে দাঁড়ানো কোমরে পিস্তল গোঁজা এক পুলিশ সদস্য। পরিদর্শকের চেয়ারে বসা এক ব্যক্তি ওই যুবককে ভয়ভীতি দেখাচ্ছেন। হঠাৎ যুবককে কষে চড় মারেন পুলিশ সদস্য। পরিদর্শকের চেয়ার থেকে ওই ব্যক্তি উঠে এসে যুবককে মারধর শুরু করেন। বিস্তারিত পড়ুন...
আজ শুক্রবার সংস্থাটির ওয়েবসাইটের রেড নোটিশের তালিকায় গিয়ে রবিউলের নাম দেখা যায়। এতে তাঁর ছবি, লিঙ্গ, জন্মস্থান, জন্মতারিখ, বয়স, জাতীয়তা ও অভিযোগের তথ্য রয়েছে।
রেড নোটিশে রবিউলের জাতীয়তা হিসেবে লেখা হয়েছে ‘বাংলাদেশি’। বিস্তারিত পড়ুন...
কালীগঞ্জের ইমদু যুবদল করতেন। তিনি যখন মন্ত্রীর বাড়ি থেকে আটক হন, তখন ক্ষমতায় বিএনপি সরকার। তারপরও মিন্টো রোডের মন্ত্রীর বাসা থেকে ইমদুকে আটক করা হয়েছিল বিশাল আয়োজন করে। রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছিল। সেই ইমদুকে আটক করার ঘটনা নিয়ে এখনো আছে নানা ধরনের জল্পনাকল্পনা। অনেকে একে ষড়যন্ত্রের অংশ হিসেবেও দেখেন। বিস্তারিত পড়ুন...
লিওনেল মেসি ভালোবেসেছেন আর্জেন্টিনার জার্সিকে। চার-চারটি বিশ্বকাপে অপেক্ষার পর আরাধ্য ট্রফিটির দেখা পেয়েছেন গত ডিসেম্বরে কাতারে। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে মেসি বলেছিলেন, এই মুকুট পরে মাঠে নামার আনন্দ কী, তা মর্মে মর্মে অনুভব করতে আরও কিছুদিন জাতীয় দলে খেলা চালিয়ে যেতে চান। তখন থেকেই গোটা আর্জেন্টিনায় সুর উঠেছিল, তথাস্তু। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশের শীর্ষ চলচ্চিত্র তারকা শাকিব খানের বিরুদ্ধে এক নারী সহপ্রযোজককে ধর্ষণের অভিযোগ এনেছেন আরেক প্রযোজক রহমত উল্লাহ। এ পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে নালিশি মামলা করেন চিত্রনায়ক শাকিব খান। সন্ধ্যায় গুলশানের নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে নিজের অবস্থান বর্ণনা করেন শাকিব খান। বিস্তারিত পড়ুন...