সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার, সপ্তাহের প্রথম কর্মদিবস। গতকাল কুড়িল থেকে ফার্মগেট পর্যন্ত উড়ালসড়কের উদ্বোধন হয়েছে। আজ তা খুলে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য। আজ এ–সংক্রান্ত একাধিক প্রতিবেদন হয়েছে। এর মধ্যে ‘ঢাকা উড়ালসড়ক দিয়ে ১০ মিনিটে কুড়িল থেকে ফার্মগেট, এরপর...’ শিরোনামের প্রতিবেদনটি বিপুল পাঠকের সাড়া পেয়েছে। আগস্টে দেশে প্রবাসী আয় কমে গেছে। এ–সংক্রান্ত প্রতিবেদনটিও আগ্রহের সৃষ্টি করেছে। আজ এশিয়া কাপে বাংলাদেশ খেলছে আফগানিস্তানের বিরুদ্ধে। ম্যাচের সংবাদে অনেক পাঠক আছেন প্রথম আলোর সঙ্গে। এর বাইরে আজ বিনোদন, আন্তর্জাতিকসহ নানা সংবাদ আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

ঢাকা উড়ালসড়ক দিয়ে ১০ মিনিটে কুড়িল থেকে ফার্মগেট, এরপর...

উড়াল সড়কের ফার্মগেট এলাকার নামার জায়গা।  ৩ সেপ্টেম্বর
ছবি : তানভীর আহাম্মেদ

উড়ালসড়ক থেকে রওনা দিয়েছিলাম সকাল ১০টা ৪ মিনিটে। ১০ মিনিটের মতো সময়ে পৌঁছে গেলাম ফার্মগেটের ইন্দিরা রোডে। অর্থাৎ সাড়ে ১১ কিলোমিটার পার হতে এই সময় লাগল। গন্তব্য কারওয়ান বাজার। বিস্তারিত পড়ুন...

আগস্টে প্রবাসী আয় কমল ২১.৫৬%

মার্কিন ডলার
ছবি: রয়টার্স

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে দেশে প্রবাসী আয় এসেছিল ১৯৭ কোটি ডলার। আগস্টে তা ১৬০ কোটি ডলারে নেমে এসেছে। জুলাইয়ের সঙ্গে তুলনা করলে আগস্টে প্রবাসী আয় কমেছে ৩৭ কোটি ডলার বা প্রায় ১৯ শতাংশ। বিস্তারিত পড়ুন...

মিরাজ ও নাজমুলের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

পরপর দুই বলে সাকিবের শট সরাসরি গিয়েছিল মিড অফে থাকা আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির কাছে। এবার সাকিবের সিঙ্গেলের ডাকে সাড়া দিতে গিয়েছিলেন মুশফিক। তবে সেখান থেকে রান হতো না, সাকিব থেমে গেলেও ক্রিজে আর ফিরতে পারেননি মুশফিক। বিস্তারিত পড়ুন...

‘সমঝোতায়’ দেশ ছাড়ার গুঞ্জন, ভিত্তিহীন বললেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
ফাইল ছবি: এএফপি

দুর্নীতির মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বর্তমানে তিনি পাঞ্জাবের একটি কারাগারে আছেন। গতকাল শনিবার কারাগারে ইমরানের সঙ্গে দেখা করতে যান তাঁর আইনজীবী সোয়াইব শাহীন। সেখানেই ইমরান তাঁর আইনজীবী শাহীনকে এসব কথা বলেন। বিস্তারিত পড়ুন...

স্বপ্নের আরও কাছে প্রিয়ন্তী

প্রিয়ন্তী উর্বী
ছবি: প্রথম আলো

ঢাকাই সিনেমায় নায়িকাকে বরাবরই ইতিবাচক চরিত্রে তুলে ধরা হয়। তবে সেটা মানতে নারাজ প্রিয়ন্তী, খল চরিত্র নিয়ে নিজের ভাবনা পরিষ্কার করে বললেন, ‘নায়িকাদের কেন সব সময় ইতিবাচক মানসিকতারই হতে হবে, নায়িকারা নেতিবাচক মানসিকতার হতে পারে না? বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন