স্ত্রীর করা মামলায় আগাম জামিন পেলেন ক্রিকেটার আল আমিন
যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন।
জামিন চেয়ে আল আমিনের করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে ১ সেপ্টেম্বর মামলাটি করেন আল আমিনের স্ত্রী ইসরাত জাহান।
হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে এই মামলায় আগাম জামিনের আবেদন করেন আল আমিন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও মো. আশরাফুল ইসলাম।
পরে আইনজীবী মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আল আমিনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এরপর তাঁকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
ইসরাত জাহান রাজধানীর মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
গত বৃহস্পতিবার রাতে ইসরাত জাহান অভিযোগ করে প্রথম আলোকে বলেছিলেন, গত ২৫ আগস্ট আল আমিন তাঁকে মারধর করেন। এ জন্য তিনি থানায় অভিযোগ করেছেন। মামলা করলেও তিনি আপস চান, সংসার করতে চান।
মামলার বিষয়ে যোগাযোগ করা হলে ২ সেপ্টেম্বর রাতে আল আমিন প্রথম আলোকে বলেছিলেন, ‘এটা নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি হতেই পারে। বিষয়টি আমরা মিটমাট করে ফেলেছি।’
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হোসেন প্রথম আলোকে বলেছিলেন, আল আমিন যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।