সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৯ সেপ্টেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বাংলাদেশে এই প্রথম ডেঙ্গু টিকার সফল পরীক্ষা, চার ধরনেই কার্যকর

ডেঙ্গু
ফাইল ছবি: বাসস

বাংলাদেশে প্রথমবারের মতো ডেঙ্গু রোগের টিকার সফল পরীক্ষা হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকেরা এই টিকার সফল পরীক্ষা করেছেন। ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন—ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪। টিকার পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, চারটি ধরনের বিরুদ্ধেই এই টিকা অ্যান্টিবডি তৈরিতে সাফল্য দেখিয়েছে। টিকার এই সফল পরীক্ষা নিয়ে একটি প্রতিবেদন আন্তর্জাতিক সাময়িকী ‘ল্যানসেটে’ গত বুধবার প্রকাশিত হয়েছে।
বিস্তারিত পড়ুন...

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন বিষয়ে সিদ্ধান্ত অল্প সময়ে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা দেওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার গত সোমবার এ আবেদন করেন। বিস্তারিত পড়ুন...

ছেলেকে র‍্যাগ দিয়ে মেরে ফেলা কালপ্রিটদের চেহারা দেখতে চাই: ইরফানের মা

ছেলে নদীতে ডুবে মারা গেছে প্রথমে এমনটাই শুনেছিলেন বলে জানালেন মালয়েশিয়ায় পড়তে যাওয়া ইরফান সাদিকের মা শাহিদা আক্তার। তবে তারপর একটি ভিডিও ফুটেজ সব এলোমেলো করে দিয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, ছেলেকে প্রায় বিবস্ত্র করে র‍্যাগ দেওয়া হচ্ছে। মায়ের প্রশ্ন, ‘আমার ছেলেকে কারা বিবস্ত্র করল? কারা র‍্যাগ দিল? বিবস্ত্র অবস্থায় ভিডিও করল, অথচ আমার বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করল না। মা হিসেবে ছেলেকে র‍্যাগ দিয়ে মেরে ফেলা ওই কালপ্রিটদের চেহারা দেখতে চাই।’ বিস্তারিত পড়ুন...

ক্ষমা চাইলেন জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
ফাইল ছবি: রয়টার্স

সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অ্যাডলফ হিটলারের নাৎসি বাহিনীর হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া এক ইউক্রেনীয় ব্যক্তিকে কানাডার পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়ে সম্মান জানানোয় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন ট্রুডো। বিস্তারিত পড়ুন...

‘প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ানো বিষয়ে আলোচনার প্রয়োজন ছিল না’, তামিমকে নিয়ে মাশরাফি

তামিম ইকবালের অবসর ঘোষণার পরদিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তামিম, সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজার ফেসবুক

গত জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেওয়ার এক দিন পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন বাংলাদেশের তখনকার অধিনায়ক তামিম ইকবাল। প্রধানমন্ত্রী বলেছিলেন, তামিম যেন বিশ্বকাপে খেলেন। প্রধানমন্ত্রীর সেই মনোভাব প্রকাশের পর তামিমের বিশ্বকাপ দলে থাকা নিয়ে কোনো আলোচনারই প্রয়োজন ছিল না বলে মনে করেন মাশরাফি বিন মুর্তজা।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন