সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৫ মার্চ, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১৫ তলা ভবনে ১১ রেস্তোরাঁ, বন্ধ হলো জিগাতলার কেয়ারি ক্রিসেন্ট প্লাজা

‘কেয়ারি ক্রিসেন্ট প্লাজা’ নামে রাজধানীর সাতমসজিদ সড়কের পাশের এই বহুতল ভবন সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে তোলা ছবি
ছবি: শুভ্র কান্তি দাশ

রাজধানীর জিগাতলায় সাতমসজিদ সড়কের পাশের কেয়ারি ক্রিসেন্ট প্লাজাটি ১৫ তলা। ওই ভবনে ১১টি রেস্তোরাঁ খুলে ব্যবসা করা হচ্ছিল। ভবনের দুটি সিঁড়ির একটি বন্ধ, সেখানে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার। আর ভবনের ছাদে তালা লাগানো। ভবনে আগুন লাগলে কারও পক্ষে ছাদে যাওয়া সম্ভব নয়। বিস্তারিত পড়ুন...

ঢাকার রেস্তোরাঁয় অভিযান: গ্রেপ্তার ১৯ জন কারাগারে, দুজনের জামিন

গতকাল ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউসিয়ার টুইন পিক ভবনের রেস্তোরাঁয় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ ওই ভবনে অভিযান চালিয়ে ১২টি রেস্তোরাঁ সিলগালা করে দিয়েছে রাজউক
ছবি: প্রথম আলো

ঢাকার গুলশান, ধানমন্ডি ও ওয়ারী এলাকায় গতকাল বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে রেস্তোরাঁর মালিক ও কর্মচারীরা ছিলেন। তাঁদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় রেস্তোরাঁয় অগ্নি বা দাহ্য বস্তুর ব্যবহার সম্পর্কে ত্রুটিপূর্ণ আচরণ বা দুষ্কর্মের সহায়তার অভিযোগ আনা হয়েছে। বিস্তারিত পড়ুন...

জাকারবার্গরা কি মধ্যযুগীয় জমিদার হয়ে যাচ্ছেন

মার্ক জাকারবার্গ হাওয়াই দ্বীপপুঞ্জের কাউয়াই দ্বীপের একটি বিশাল অংশ কিনে নিয়েছেন। সেখানে তিনি কো’ওলাউ র‍্যাঞ্চ নামের একটি খামার গড়ে তুলছেন। নিজের খামারের গরুর মাংস দিয়ে নাশতা সারছেন তিনি।
ছবি: জাকারবার্গের ইনস্টাগ্রামের পোস্ট থেকে নেওয়া

২০২৩ সালের ডিসেম্বর মাসে ওয়্যারড নামের মার্কিন ম্যাগাজিন একটি প্রতিবেদনে বলেছে, ফেসবুকের মূল কোম্পানি মেটার প্রধান নির্বাহী ধনকুবের মার্ক জাকারবার্গ হাওয়াই দ্বীপপুঞ্জের কাউয়াই দ্বীপের একটি বিশাল অংশ কিনে নিচ্ছেন।
বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্র, চীন, ভারতের সঙ্গে সম্পর্কসহ শাহবাজের সামনে এখন কী চ্যালেঞ্জ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের সরকারপ্রধানের পদে আবারও ফিরেছেন শাহবাজ শরিফ। রোববার দেশটির ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ। তিনি দেশটির একমাত্র রাজনীতিক, যিনি পরপর দুই মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হলেন। বিস্তারিত পড়ুন...

৫০ কোটি টাকা দিলেও বিয়ের অনুষ্ঠানে গাইতে রাজি ছিলেন না লতা

লতা মঙ্গেশকর, ১৯৯৯ সালের ২৮ এপ্রিল ভারতের মুম্বাইয়ে এক অনুষ্ঠানে
ছবি: এএফপি

মুকেশ ও নীতা আম্বানির ছেলে অনন্তের প্রাক্‌–বিবাহ অনুষ্ঠানে গাইতে ভারতে এসেছেন ক্যারিবিয়ান গায়িকা রিয়ানা। বিশ্বসংগীতের নন্দিত এই গায়িকার জন্য বিয়ের অনুষ্ঠানে গাইতে আসা বিরল ঘটনা বটে। এ ঘটনার সূত্র ধরে নতুন করে চর্চায় লতা মঙ্গেশকরের ঘটনা। একবার বিয়ের অনুষ্ঠানে গাওয়ার জন্য ১ মিলিয়ন ডলার বা প্রায় ১১ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই গায়িকা। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন