সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১ আগস্ট, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ডিবি অফিসে গয়েশ্বরকে আপ্যায়নের ছবি-ভিডিও প্রকাশে সমস্যা দেখছেন না ওবায়দুল কাদের

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে
ছবি: আনোয়ার হোসেন

ডিবি অফিসে বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়নের ছবি ও ভিডিও প্রকাশ করায় সমস্যার কিছু দেখছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘গোয়েন্দাদের কাজই তো এটা। এটা তো বিপ্লব বড়ুয়া বা আরাফাতদের (মতবিনিময়ের সময় মন্ত্রীর পাশে বসে ছিলেন) দিয়ে হয়নি। যা সত্য, সেটা আসছে। উনি তো রুই মাছ দিয়ে খেলেন। উনি কেন খাইলেন? এত ক্ষুধা! তিন দিন খাইনি আমরা, এমনও তো হয়েছে।’ বিস্তারিত পড়ুন:

সমাবেশে বিএনপি নেতারা: এবার হামলা-মামলায় কাজ হবে না, সরকারের পতন ঘটিয়েই ঘরে ফেরা

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের শুরুতে সম্পাদকমণ্ডলীর সদস্য ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। আজ সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে
ছবি: দীপু মালাকার

বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে চলমান আন্দোলনকে দমন করতে চেয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। তাঁরা বলেছেন, অতীতের মতো হামলা করে মামলা দিয়ে এবারের আন্দোলন দমন করা যাবে না। ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে রাজনৈতিক কৌশল বদলে রাজপথে মোকাবিলা করবেন। সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরবেন তাঁরা।
বিস্তারিত পড়ুন:

সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’র অভিযোগ: টাঙ্গুয়ার হাওরে আসা বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩৪

টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জেলা শহরে নিয়ে যাচ্ছে পুলিশ। সোমবার দুপুরে তাহিরপুর থানা প্রাঙ্গণে
ছবি: সংগৃহীত

সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আসা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জন শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাঁদের বিরুদ্ধে সুনামগঞ্জের তাহিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। বিস্তারিত পড়ুন:

বিএনপির জন্য আওয়ামী লীগই কি সুযোগ তৈরি করে দিচ্ছে

শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও পুলিশ ধৈর্য ধরে রাখতে পারল না। বিএনপির অবস্থান কর্মসূচিতে একযোগে হামলা করল তারা
ছবি : প্রথম আলো

রাজনীতিতে টান টান উত্তেজনা ছিল কয়েক দিন ধরেই। নানা শঙ্কা ও গুঞ্জন ছিল। কী হয় কী হয় একটা পরিস্থিতি এখনো বিরাজ করছে। সবাই ধৈর্যের পরীক্ষা দিচ্ছিল ও নিচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ সম্ভবত আর অপেক্ষা করতে রাজি ছিল না। ক্রিকেটে ধৈর্যহারা ব্যাটারদের নানাভাবে বিভ্রান্ত করেন বোলাররা। আওয়ামী লীগকে লক্ষ্য করে বিএনপি রাজধানীর প্রবেশমুখে অবস্থানের নামে গুগলি ছোড়ে। আদতে এটা ছিল বিএনপির রাজধানী অবরোধের কর্মসূচি। বিস্তারিত পড়ুন:

৯ ঘণ্টার ফ্লাইটে মা-মেয়েকে মদ্যপ যাত্রীর যৌন হেনস্তার অভিযোগ

ডেলটা এয়ারলাইনসের একটি ফ্লাইট
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রভিত্তিক ডেলটা এয়ারলাইনসের ফ্লাইটে মা ও তাঁর কিশোরী মেয়েকে এক মদ্যপ পুরুষ যাত্রী যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে গত মঙ্গলবার ডেলটা এয়ারলাইনসের বিরুদ্ধে ২০ লাখ মার্কিন ডলারের ক্ষতিপূরণ মামলা হয়েছে। বিস্তারিত পড়ুন: