সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৯ অক্টোবর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আবার রক্তক্ষয়ী সংঘর্ষে ইসরায়েল-ফিলিস্তিন, এরপর কী

ইসরায়েলের ওপর মিসর ও সিরিয়ার আকস্মিক হামলার মধ্য দিয়ে ১৯৭৩ সালে চতুর্থ আরব-ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল। শনিবার ইসরায়েলের ওপর ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বড় ধরনের হামলাকে কেন্দ্র করে ৫০ বছর পর আগের সে পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত পড়ুন...

নির্বাচন নিয়ে ইসলামি দলগুলো দ্বিধায়

প্রতীকী ছবি

সরাসরি সরকারের সঙ্গে নেই—এমন ধর্মভিত্তিক ইসলামি দলগুলো আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে দ্বিধায় আছে। একটি অংশ নানা প্রলোভনে নির্বাচনের দিকে ঝুঁকে আছে। তবে দলগুলোর বড় অংশটির দ্বিধা নৈতিকতার প্রশ্নে। কারণ, তারা চিন্তা করছে, দেশ ভালো চলছে না। এ অবস্থায় সরকারের সহযোগী হয়ে আরেকটি ‘পাতানো’ নির্বাচনে অংশ নিলে ধর্মভিত্তিক দল হিসেবে এর পরিণতি কী হতে পারে? তা ছাড়া মাঠপর্যায়ের নেতা-কর্মীরাও তা মেনে নেবেন কি না, সে দুশ্চিন্তাও আছে দলগুলোর ভেতরে। বিস্তারিত পড়ুন...

কলেজছাত্রীকে স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া করিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা

শাহজাহান ভূঁইয়া
ছবি: সংগৃহীত

ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে এক কলেজছাত্রীর করা মামলায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম শাহজাহান ভূঁইয়া (৩৪)। রোববার সকাল সাতটায় রাজধানীর পীরেরবাগের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাসাটিতে ভাড়া থাকতেন তিনি। বিস্তারিত পড়ুন...

আমরা ভারতেরও দালাল নই, আওয়ামী লীগেরও দালাল নই

রানা দাশগুপ্ত
ছবি: প্রথম আলো

রানা দাশগুপ্ত। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর। ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের অঙ্গীকার করলেও মেয়াদ প্রায় শেষ হলেও এর কোনোটি পূরণ হয়নি। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সমস্যা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এ নেতা। আলোচনায় এসেছে আগামী জাতীয় নির্বাচনও। বিস্তারিত পড়ুন...

মেজাজ গরম করে লিটনদের ব্যাট ভাঙার কারণ আবিষ্কার মিসবাহর

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটনের
ছবি: এএফপি

আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে অসাধারণ খেলা বাংলাদেশের সামনে এ ম্যাচে দাঁড়াতেই পারেনি আফগানরা। এ ম্যাচে বাংলাদেশকে পথ দেখান মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। ম্যাচ শেষে দারুণভাবে প্রশংসিতও হচ্ছেন তাঁরা। গতকাল ম্যাচের পর এক টিভি টক শোতে মিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম। সে সময় মজা করে বাংলাদেশের ক্রিকেটারদের মেজাজ হারানোর কারণ হিসেবে ঢাকার যানজটকে দায়ী করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ।
বিস্তারিত পড়ুন...