সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৪ জুন, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপিসহ কয়েকটি দল

আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনা হয়
ছবি: প্রথম আলো

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিদ্যমান বিধান অনুযায়ী সংসদ সদস্যদের আস্থা ভোটের পক্ষে কয়েকটি রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করেছে। বিএনপি ও এনসিপি বলেছে, সরকারের স্থায়িত্বের জন্য এই বিধান প্রয়োজন। তবে কোনো কোনো দল বিষয়টি নিয়ে আরও আলোচনা করার জন্য বলেছেন।

বিস্তারিত পড়ুন...

শপথের ব্যবস্থা না করলে নিজেই শপথ নিয়ে আমার চেয়ার দখল করব: ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে চলমান আন্দোলন– কর্মসূচিতে যোগ দিয়ে আজ মঙ্গলবার বিকেলে বক্তব্য দেন বিএনপি নেতা ইশরাক হোসেন
ছবি: প্রথম আলো

কোরবানির ঈদের জন্য (পবিত্র ঈদুল আজহা) জনভোগান্তির কথা বিবেচনা করে চলমান কর্মসূচিতে কিছুটা শিথিল ও বিরতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, ছুটির (ঈদের ছুটি) পরে সরকারের পক্ষ থেকে শপথের বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না এলে ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে ঢাকাবাসীর ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন তিনি।

বিস্তারিত পড়ুন...

১০-১৫ শতাংশ বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা, প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নয়, ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা। সরকারের ঘোষণা অনুসারে, ১ জুলাই ২০২৫ থেকে বেতন গ্রেডভেদে গ্রেড-১ ও তদূর্ধ্ব থেকে গ্রেড-৯ পর্যন্ত ১০ শতাংশ এবং গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত ১৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ দেওয়া হবে।

বিস্তারিত পড়ুন...

যে বিজ্ঞানীকে বহিষ্কার করে কপাল চাপড়াচ্ছে যুক্তরাষ্ট্র, উচ্ছ্বসিত হয়েছে চীন

১৯৫০ সালে এক অভিবাসন শুনানিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, ড. শিয়ান শ্যুসেনকে (বাঁ থেকে দ্বিতীয়) নির্বাসিত করা হবে কি না
ছবি: লস অ্যাঞ্জেলেস টাইমস ফটোগ্রাফিক আর্কাইভ/ইউসিএলএ লাইব্রেরি স্পেশাল কালেকশনস।

একজন মাত্র ব্যক্তির নির্বাসনের পরিণতি ছিল বিপর্যয়কর। চীনে ফিরে শিয়ান শ্যুসেন সরাসরি মাও সে-তুংকে রাজি করান, তাঁকে কাজে লাগিয়ে যেন আধুনিক অস্ত্রপ্রযুক্তি কর্মসূচি গড়ে তোলা হয়। তার ঠিক এক দশক পর চীন তাদের প্রথম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।

বিস্তারিত পড়ুন...

শাকিবের ‘তাণ্ডব’-এ কি নিশো থাকছেন

শাকিব খান ও আফরান নিশো। কোলাজ

একপর্যায়ে শাকিব ও নিশোকে মঞ্চে দেখা যায় একসঙ্গে পারফর্ম করতে। অনুষ্ঠানে শাকিবের প্রশংসা করেন নিশো। ব্যস, সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দুই তারকার পারফরম্যান্স। অনেকে সাধুবাদ জানান। কেউ আবার তাঁদের এই ‘মধুর মিলন’ মানতে পারেননি। তাঁরা আবার মিম বানান, কেউ আবার নাচের কিছু খণ্ডিত অংশ প্রচার করে বলার চেষ্টা করেন, শাকিবের উপস্থিতি পছন্দ করেননি নিশো। তবে মোটাদাগে দুই তারকার পারফরম্যান্স প্রশংসিত হয়। কিন্তু ঝড়ের তখনো বাকি ছিল।

বিস্তারিত পড়ুন...