শুভ সকাল। আজ ১৪ জুলাই, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মতবিরোধ নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রত্যাশা জানিয়েছেন সফররত মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন উজরা জেয়া। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিবের সঙ্গে মধ্যাহ্নভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি।বিস্তারিত পড়ুন...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রকৃত তথ্য প্রকাশ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটির সুপারিশ করা পদ্ধতি অনুযায়ী, রিজার্ভ এখন ২ হাজার ৩৫৬ কোটি বা ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। আজ সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক।বিস্তারিত পড়ুন...
টাকার অঙ্কের ক্ষেত্রে একটি দশমিক কত গুরুত্বপূর্ণ, তার একটি বড় উদাহরণ তৈরি হয়েছে সরকারি একটি কর্মসূচির ভাতা বিতরণের ক্ষেত্রে। এক দশমিকের ভুলে নির্ধারিত অঙ্কের চেয়ে বাড়তি অর্থ চলে গেছে ভাতাভোগী ব্যক্তিদের হিসাবে। তাতে সরকারি কোষাগার থেকে বড় অঙ্কের অর্থ চলে গেছে। এ ঘটনা ঘটেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি কর্মসূচির আওতায় দেশের ৭ জেলার ১০ উপজেলায়। বিস্তারিত পড়ুন..
বিবিসির আলোচিত উপস্থাপক হিউ এডওয়ার্ডস এখন নিজেই খবরের শিরোনাম হয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, যৌনতাপূর্ণ ছবি পাঠানোর জন্য এক অপ্রাপ্তবয়স্ককে অর্থ দিয়েছেন তিনি। তদন্ত চলছে এডওয়ার্ডসের বিরুদ্ধে। তবে গত শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যমে এ অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হলেও পরের পাঁচ দিন পর্যন্ত ৬১ বছর বয়সী এডওয়ার্ডসের নাম প্রকাশ করা হয়নি। বিস্তারিত পড়ুন...
কাতার বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের জন্য তাঁদের ক্লাবগুলোকে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা দেবে ফিফা। এর মধ্যে ৭৬ শতাংশ অর্থই পাবে ইউরোপিয়ান ক্লাবগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নিস লিগজয়ী ম্যানচেস্টার সিটিই পাবে প্রায় ৪৬ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ কোটি টাকা। বিস্তারিত পড়ুন..