সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শুক্রবার, ঈদুল ফিতরের পরদিন। আজও দেশবাসী মেতে আছেন উৎসবের আমেজে। এতে সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আজ আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল ঈদের দিন সদরঘাটে মেয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রীসহ পোশাকশ্রমিক বিল্লাল হোসেনের মৃত্যু নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। বান্দরবানের সশস্ত্র গোষ্ঠী কেএনএফকে নিয়ে করা প্রথম আলোর আরেকটি বিশেষ প্রতিবেদনও আজ ছিল আলোচিত। এ ছাড়া  রাজনীতি, বাণিজ্য, ক্রীড়া ও মতামতের নানা খবর তো আছেই। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হুড়োহুড়ি এড়াতে ঈদের দিন যাত্রা, সদরঘাটে শেষ বিল্লালের পুরো পরিবার

তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে ৫ জন নিহত হন। পন্টুনে ভেড়ানোর অপেক্ষায় ফারহান-৬ লঞ্চ (বাঁ পাশে পেছন দিকে)। গতকাল বৃহস্পতিবার ঢাকার সদরঘাটে
ফাইল ছবি

স্ত্রী মুক্তা বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় ঈদের আগে বাড়িতে যাননি। ঈদের দিন যাত্রীর চাপ কম থাকবে বলে এদিন বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ঈদের দিনের এ যাত্রাই যে তাঁর শেষযাত্রা হয়ে গেল। বিস্তারিত...

নাথান বমের কেএনএফ পাহাড়ে কেন ‘কেটিসি’ চায়, নেপথ্যে কী

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে কেএনএফ সন্ত্রাসীদের হামলার এই চিত্র ধরা পড়েছে সিসি ক্যামেরায়
ছবি: সিসি ক্যামেরার ভিডিও থেকে নেওয়া

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে হামলা চালিয়ে এখন আলোচনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। পাহাড়ের অপেক্ষাকৃত নতুন এই সশস্ত্র সংগঠন কেন এমন বেপরোয়া হয়ে উঠল। এই হামলার নেপথ্যে কী? কী চায় কেএনএফ? বিস্তারিত...

সেই ধনকুবের নারীর মৃত্যুদণ্ড, জানা গেল কীভাবে ব্যাংক লুট করতেন তিনি

প্রসাধনীর দোকানদার থেকে ধনকুবের বনে যাওয়া নারী ট্রুং মাই ল্যান
ছবি: এক্স থেকে নেওয়া

ভিয়েতনামের ধনকুবের ৬৭ বছর বয়সী নারী ট্রুং মাই ল্যানকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ১১ বছর ধরে দেশটির বড় একটি ব্যাংক থেকে কোটি কোটি ডলার লুট করার দায়ে তাঁকে এই সাজা দেওয়া হয়। হো চি মিন সিটির একটি আদালত আবাসন ব্যবসায়ী এই নারীকে মৃত্যুদণ্ড দেন। বিস্তারিত...

ছেলে দুর্ঘটনায় পড়েছে—আগের রাতে স্বপ্নে দেখেছিলেন মা, পরদিন সেটাই ঘটল

সড়ক দুর্ঘটনায় নিহত লুৎফর রহমান, তাঁর স্ত্রী শাহনাজ পারভীন ও ছেলে মাহিন
ছবি: প্রথম আলো

‘সোমবার ভোরে (ফজরের নামাজের আগে) স্বপ্নে দেখি, আমার ছেলে লুৎফর দুর্ঘটনায় পড়ছে। এরপর ঘুম থাইক্যা উইঠা ওর সঙ্গে মোবাইলে কথা বলি। আমার ছেলে বাড়িতে ঠিকই এল, কিন্তু জীবিত নয়, লাশ হইয়া। সঙ্গে আমার ছেলের বউ আর নাতিও লাশ হইয়া গেল। ওরা তিনজন দুর্ঘটনায় মইরা যাওয়ায় আমার পরিবারে ঈদের আনন্দ মাটি হইয়া গেছে। বিস্তারিত...

হাজার কারাবন্দীর মধ্যে কেন একজনের মাথায় লাল টুপি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার
ছবি: প্রথম আলো ফাইল ছবি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীর সংখ্যা পাঁচ হাজারের কম। এর মধ্যে হাজতিদের (যাঁদের মামলা বিচারাধীন) গায়ে থাকে সাধারণ পোশাক। আর কয়েদিদের (যাঁদের সাজা হয়েছে) পরনে থাকে বিশেষ পোশাক—সাদার ওপর ডোরাকাটা, মাথায় সাদা টুপি। কিন্তু বন্দীদের মধ্যে একজন আলাদা। বিস্তারিত...

বাংলাদেশ থেকে আরও পড়ুন