ফ্রান্সে শুরু হয়েছে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ, লক্ষ্য অর্জনে ছুটে চলেছেন ৫ বাংলাদেশি

ফ্রান্সের নিশে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া পাঁচ বাংলাদেশি ট্রায়াথলেট (বাঁ থেকে) আরিফুর রহমান, মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত, শুভ কুমার দে, মিশু বিশ্বাস ও পবিত্র কুমার
ছবি: সংগৃহীত

আয়রনম্যান ট্রায়াথলন প্রতিযোগিতার সর্বোচ্চ আসর ‘আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৩’ আজ রোববার ফ্রান্সের নিশে শুরু হয়েছে। এই প্রথমবারের মতো বাংলাদেশের পাঁচজন ট্রায়াথলেট একসঙ্গে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন।

নিশে স্থানীয় সময় আজ সকাল সাতটায় সাঁতারের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা। বাংলাদেশের পাঁচজনই সমুদ্রে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার সম্পন্ন করেছেন। এখন তাঁরা সাইক্লিং করছেন।

আয়রনম্যানের ওয়েবসাইট ও অ্যাপ থেকে পাওয়া তথ্যমতে, মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত ১ ঘণ্টা ১০ মিনিট ৪৮ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন। আরিফুর রহমানের সময় লেগেছে ১ ঘণ্টা ১৪ মিনিট ২৬ সেকেন্ড। এ ছাড়া মিশু বিশ্বাস ১ ঘণ্টা ৩৩ মিনিট ২০ সেকেন্ডে, পবিত্র কুমার দাশ ১ ঘণ্টা ৩০ মিনিট ৫৫ সেকেন্ড এবং শুভ দে ১ ঘণ্টা ৩৯ মিনিট ৫৬ সেকেন্ড সময় নিয়ে সাঁতার সম্পন্ন করেছেন। নিয়ম অনুযায়ী, আয়রনম্যানের প্রতিযোগীদের দুই ঘণ্টার মধ্যে সাঁতার শেষ করতে হয়।

আরও পড়ুন

সাঁতারের পরপরই প্রতিযোগীরা শুরু করেছেন পাহাড়ি রাস্তায় ১৮০ কিলোমিটার সাইক্লিং। বাংলাদেশি পাঁচ ট্রায়াথলেটই এখন সাইকেল নিয়ে ছুটছেন। সাইক্লিংয়ের পর তাঁদের সর্বশেষ চ্যালেঞ্জ ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড়।

আয়রনম্যানের বৈশ্বিক কর্তৃপক্ষ এই বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে। বছরব্যাপী আয়রনম্যানের বিভিন্ন আসর থেকে ফলাফলের ভিত্তিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সুযোগ পান আয়রনম্যানরা। ৯৩টি দেশ থেকে ২ হাজার ২০০-এর বেশি ট্রায়াথলেট এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে আয়রনম্যান চ্যালেঞ্জকে বলা হয়, এক দিনের কঠিনতম ট্রায়াথলন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রত্যেক প্রতিযোগীকে ১৭ ঘণ্টা সময়ের নির্দিষ্ট দূরত্বের সাঁতার, সাইক্লিং ও দৌড় সম্পন্ন করতে হবে।

নিশে প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের পাঁচ আয়রনম্যান

আজকের আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া পাঁচজনের মধ্যে আয়রনম্যান প্রতিযোগিতায় আরাফাতের অভিজ্ঞতাই বেশি। আরাফাতের এটি দ্বিতীয় আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ। দুই সপ্তাহ আগে দ্বিতীয়বারের মতো আয়রনম্যান ৭০ দশমিক ৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৩ সম্পন্ন করেছেন ফিনল্যান্ডের লাহটিতে। পেশাগত জীবনে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত ২০১৬ সাল থেকে আয়রনম্যান আয়োজনে অংশ নিচ্ছেন। এ পর্যন্ত ৯টি আয়রনম্যান প্রতিযোগিতা সম্পন্ন করেছেন তিনি। আজ সফল হলে এটি হবে তাঁর সম্পন্ন হওয়া দশম আয়রনম্যান।

আরাফাত অংশ নিচ্ছেন ৩০ থেকে ৩৪ বছর বয়সীদের গ্রুপে।

মিশু বিশ্বাস এর আগে তিনটি আয়রনম্যান প্রতিযোগিতা সম্পন্ন করেছেন। এই প্রথম অংশ নিচ্ছেন আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সর্বশেষ চলতি বছরের মে মাসে মিশু বিশ্বাস ব্রাজিল আয়রনম্যান সম্পন্ন করেন। ২০২২ সালে অংশ নিয়েছিলেন আয়রনম্যান মালয়েশিয়াতে। আর ২০২১ সালে তুরস্কে আয়রনম্যান ৭০ থেকে ৩ আসরে অংশ নেন মিশু বিশ্বাস।

পেশাগত জীবনে মিশু বিশ্বাস পুলিশ কর্মকর্তা। তিনি ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি)। মিশু অংশ নিচ্ছেন ৩০ থেকে ৩৪ বছর বয়স গ্রুপে।

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ইএম) পবিত্র কুমার সাত থেকে আট বছর আগে ট্রায়াথলন শুরু করেন। গত বছরের নভেম্বরে আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করেছেন। সেটির ফলাফল থেকেই এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এ ছাড়া বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন একবার এবং বেশ কটি ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন। পবিত্র কুমার ৪০ থেকে ৪৪ বছর বয়স গ্রুপে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন

আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরিফুর রহমান ৩৫ থেকে ৩৯ বছর বয়সীদের গ্রুপে অংশগ্রহণ করছেন। গত বছর তিনি আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করেন। বাংলা চ্যানেল সাঁতার সম্পন্ন করেছেন একবার। পেশাগত জীবনে ব্যাংকার আরিফুর রহমান বর্তমানে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রিন্সিপাল অফিসার হিসেবে কাজ করছেন।

৩৫ থেকে ৩৯ বছর বয়স গ্রুপে কাল বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন শুভ কুমার দে। শুভ গত বছর আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করেছেন। এর আগে বাংলা চ্যানেলও পাড়ি দিয়েছেন একবার। পেশাগত জীবনে শুভ কুমার দে মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের বিপণন বিভাগের কর্মকর্তা।

আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপের তাৎক্ষণিক হালনাগাদ তথ্য পাওয়া যাবে আয়রনম্যান ট্র্যাকার অ্যাপ থেকে।