ইয়েমেনে জিম্মিদশা থেকে মুক্তির পর দেশে ফিরলেন ৫ নাবিক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের জিম্মিদশা থেকে মুক্তি লাভের পর পাঁচ বাংলাদেশি নাবিক আজ রোববার সকালে দেশে ফিরেছেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচির পক্ষ থেকে জানানো হয়, আজ সকাল সাড়ে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে পাঁচ বাংলাদেশি নাবিক দেশে ফেরেন। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় তাঁদের জরুরি সহায়তা দেয় ব্র্যাক।

দেশে ফেরা পাঁচ নাবিক হলেন মোহাম্মদ আবু তৈয়ব, রহিম উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ আলমগীর। পাঁচজনেরই বাড়ি চট্টগ্রামে।

পাঁচ নাবিক দেশে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ব্র্যাকের অভিবাসন কর্মসূচির তথ্যমতে, পাঁচ নাবিক ওমানের মাছিরা নামের একটি জাহাজ কোম্পানিতে কাজ করতেন। তাঁরা সৌদি আরবে নির্মাণকাজের জন্য যেতে গত ফেব্রুয়ারি মাসে ওমান থেকে জাহাজে করে যাত্রা করেছিলেন। ঝড়ের কবলে পড়ে জাহাজটি সাগরে ডুবে যায়। পরে তাঁরা জীবিত অবস্থায় উদ্ধার হলেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে আটক হন। তাঁদের সঙ্গে ভারতীয় ১৪ জন নাবিকও আটক ছিলেন। তাঁরা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হাতে প্রায় ৯ মাস ধরে বন্দী ছিলেন।

আটক নাবিকদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারও উদ্যোগী হয়। গত ২৮ নভেম্বর তাঁদের মুক্তি দিলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হেফাজতে নেওয়া হয়। সেখান থেকে গতকাল তাঁদের ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। আজ সকালে তাঁরা ঢাকায় ফিরলেন।

আরও পড়ুন