প্রশ্নপত্র ফাঁসে বাতিল হতে পারে মাউশির নিয়োগ পরীক্ষা

প্রতীকী ছবি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নৈর্ব্যক্তিক পরীক্ষা বাতিল হতে পারে। এমন চিন্তাভাবনা করছে মাউশি কর্তৃপক্ষ। তবে এটি পুরোপুরি নির্ভর করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তদন্তের ওপর। ডিবি যদি তদন্ত করে জানায় যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাহলে পরীক্ষা বাতিল করা হবে।

মাউশির উচ্চপর্যায়ের দুজন কর্মকর্তা আজ বুধবার এবং গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এ কথা বলেছেন। আজ একজন কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে তাঁরা ভাবছেন। যদি ডিবি আনুষ্ঠানিকভাবে জানায় যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তখন পরীক্ষা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। কারণ, এটির সঙ্গে এখন মাউশির ভাবমূর্তি জড়িত। তবে প্রশ্নপত্র কখন, কোন পর্যায়ে ফাঁস হলো, সেটিও দেখতে হবে। নতুন করে পরীক্ষা নেওয়াও জটিল প্রক্রিয়া, আবার বিপুল অর্থের বিষয়ও জড়িত। সব দিক বিবেচনা করে তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেছিলেন, ‘আমাদের কথা হলো ডিবি পুলিশ যে সুপারিশ দেবে, সে অনুযায়ী ব্যবস্থা নেব। তারা যদি বলে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাহলে পরীক্ষা বন্ধ করে দেব। আমার কথা হলো স্বচ্ছতা, স্বচ্ছতা, স্বচ্ছতা। আমাদের ভবিষ্যতেও পরীক্ষা নিতে হতে হবে। তাই চক্রটি যদি মাউশির ভেতরও থাকে, তাহলেও যেন বের করা হয়। আমরা চাই এর রুট (উৎস) বের করা হোক। যাতে অপরাধীরা শাস্তির মুখে পড়তে পারে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য গত শুক্রবার ঢাকার ৬১টি কেন্দ্রে পরীক্ষা হয়। ৫১৩টি পদের জন্য পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৮৩ হাজার।

ওই দিন রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর নাম সুমন জোয়াদ্দার (৩০)। তাঁর প্রবেশপত্রের পেছনে ৭০ নম্বরের উত্তর লেখা ছিল। ডিবি জানিয়েছিল, গ্রেপ্তার সুমন বাইরে থেকে প্রবেশপত্রের পেছনে ৭০ নম্বরের প্রশ্নের সমাধান লিখে নিয়ে যান। প্রবেশপত্র দেখে পরীক্ষা দেওয়ার সময় এক শিক্ষকের সন্দেহ হয়। কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকেরা যাচাই-বাছাই করে দেখেন, তাঁর প্রবেশপত্রে প্রশ্নের উত্তর ছোট ছোট করে লেখা রয়েছে। পরে তাঁকে আটক করা হয়।

ডিবির পক্ষ থেকে ওই দিন জানানো হয়েছিল, কেন্দ্রে নেওয়ার পথে অথবা কেন্দ্রে পৌঁছার পর প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত আরও একাধিক জনের নাম পাওয়া গেছে। পরে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ ডিবি পুলিশ জানিয়েছে, মাউশির ভেতরেরই কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী এই প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনার সঙ্গে জড়িত। তারা জানিয়েছে, পরীক্ষা শুরুর ঘণ্টা দুয়েক আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকতে পারে।

আরও পড়ুন

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লালবাগ থানায় মামলা হয়েছে। ইডেন মহিলা কলেজের শিক্ষক আবদুল খালেক বাদী হয়ে মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা শুরু হয় বেলা তিনটায়। তবে পরীক্ষার কেন্দ্র থেকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সুমন জোয়াদ্দার জানান, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেলা ২টা ১৮ মিনিটে তাঁর মোবাইলে পটুয়াখালীর সাইফুল ও টাঙ্গাইলের খোকন প্রশ্নের উত্তর পাঠান।