ফায়ার সার্ভিসের চার কর্মী নিখোঁজ, অসুস্থ দুজন এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

কনটেইনার ডিপোতে বিস্ফোরণস্থলে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের আট কর্মী নিহত হয়েছেন। নিখোঁজ আছেন চারজন কর্মী। ওই ঘটনায় গুরুতর আহত দুই কর্মীকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে।

আজ দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক খুদে বার্তায় বলা হয়, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত কর্মীর সংখ্যা বেড়ে ৮ হয়েছে। ওই ঘটনায় চট্টগ্রামে সিএমএইচে অসুস্থ অবস্থায় ১৫ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হচ্ছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশনস ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের চারজন কর্মী নিখোঁজ। তবে এখন আগুন আর চারদিকে ছড়িয়ে নেই। আগুন নিয়ন্ত্রণে এনে নেভানোর চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুনঃ

আশপাশের গ্রামগুলোয় ছাই আর পোড়া গন্ধে বিপাকে শিশু, বৃদ্ধরা

‘আমি ওখানে থাকলে আমার কী হতো’

একনজরে সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ

সীতাকুণ্ডে বিস্ফোরণ: ১৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, নিহত বেড়ে ৪১

সীতাকুণ্ডে হতাহতদের জন্য কোটি টাকা বরাদ্দ

আরও পড়ুন

গতকাল শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর রাত পৌনে ১১টার দিকে রাসায়নিকভর্তি একটি কনটেইনারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশের অন্তত চার বর্গকিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন