মওদুদ আহমদের অবস্থার উন্নতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ
ফাইল ছবি

বিএনপির নেতা মওদুদ আহমদের অবস্থা কিছুটা উন্নতির দিকে। বৃহস্পতিবার বিকেলে প্রায় দুই ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হৃদ্‌যন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হসপিটালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল চিকিৎ​সক মওদুদ আহমদের দেহে এই যন্ত্র বসান। এটি হৃৎস্পন্দন স্বাভাবিক রাখতে সহায়তা করে।

মওদুদ আহমদের একান্ত সহকারী মোমিনুর রহমান (সুজন) সাংবাদিকদের বলেন, ‘অস্ত্রোপচারের পর স্যার ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। স্যারকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে।’

মওদুদ আহমদের রক্তে হিমোগ্লোবিন কমে গেলে গত ৩০ ডিসেম্বর তাঁকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ পল্লিকবি জসীমউদ্‌দীনের মেয়ে। তিনি স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন