শিক্ষক হত্যা ও নির্যাতনকারীদের শাস্তি দাবি করেছে ১৪ সাংস্কৃতিক সংগঠন

শিক্ষক উৎপল কুমার সরকার (৩৫)
ছবি: সংগৃহীত

সাভারে শিক্ষক হত্যা, নড়াইলে শিক্ষক নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষকদের অপমান-অপদস্থ করার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ১৪টি জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন। গতকাল এক যৌথ বিবৃতিতে ১৪ টি সংগঠন থেকে এসব ঘটনার নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত শিক্ষক নির্যাতনের এ ধরনের একটি ঘটনারও নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের শান্তি প্রদান করা হয়নি।

বিবৃতিতে এ সকল ঘটনার নেপথ্য নায়ক এবং শক্তিকে চিহ্নিত করে তাদের মুখোশ উন্মোচন করার দাবি জানানো হয়। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো অপশক্তি যাতে দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া সামাজিক মূল্যবোধ ও নীতি-নৈতিকতার অবক্ষয় রোধে সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিবৃতিদাতা সংগঠনগুলো হলো সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্য জোট, বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ। বিজ্ঞপ্তি