সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী
সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

একাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সাংসদ নূর-ই-আলম চৌধুরী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে আরও ছয়জনকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন শেরপুর-১ আসন থেকে নির্বাচিত সাংসদ আতিউর রহমান আতিক, খুলনা-১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস, দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম, গাইবান্ধা-২ থেকে নির্বাচিত সাংসদ মাহবুব আরা বেগম গিনি, চট্টগ্রাম-১২ আসনের সাংসদ সামশুল হক চৌধুরী ও জয়পুরহাট-২ থেকে নির্বাচিত আবু সাঈদ আল মাহমুদ। এর মধ্যে আতিক, ইকবাল ও গিনি দশম সংসদেও সরকারি দলের হুইপের দায়িত্বে ছিলেন।