নতুন নোট ২ অক্টোবর থেকে

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে ২ থেকে ১০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব অফিসের কাউন্টার থেকে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে।
এ ছাড়া ঢাকা শহরের বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট কয়েকটি শাখা থেকেও ওই সময়ে বিশেষ ব্যবস্থায় নতুন নোট বিনিময় করা হবে।
ব্যাংকগুলো হলো অগ্রণী ব্যাংক প্রেসক্লাব শাখা; সোনালী ব্যাংক রমনা শাখা; জনতা ব্যাংক নিউমার্কেট শাখা; অগ্রণী ব্যাংক এলিফ্যান্ট রোড শাখা; পূবালী ব্যাংক সদরঘাট শাখা; সোস্যাল ইসলামী ব্যাংক বসুন্ধরা সিটি মার্কেট শাখা; জনতা ব্যাংক বঙ্গবন্ধু এভিনিউ শাখা; ডাচ্-বাংলা ব্যাংক গুলশান শাখা; সাউথইস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখা; প্রাইম ব্যাংক মালিবাগ ও মিরপুর-১ শাখা এবং ন্যাশনাল ব্যাংক যাত্রাবাড়ী শাখা। বিজ্ঞপ্তি।