বার্ন ইউনিটে আর্থিক অনুদান দিল ওরিয়ন ফার্মা ও ইনফিউশন

ওরিয়ন গ্রুপের দুটি অঙ্গপ্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে দরিদ্র রোগীদের চিকিৎসাসেবায় আর্থিক সহায়তা দিয়েছে। প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম ও পরিচালক সৈয়দা আরজুদা করিম এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। এ সময় বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক সামন্ত লাল সেন এবং ওরিয়ন ফার্মার মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবদুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।