সোনার দাম
ফাইল ছবি: প্রথম আলো

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে আবার ১ হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তাতে দুই দিনের ব্যবধানে সোনার দাম প্রতি ভরিতে কমছে ২ হাজার ৩৩২ টাকা। যদিও গত রোববার একলাফে ভরিতে বাড়ানো হয়েছিল ৭ হাজার ৬৯৮ টাকা।

জুয়েলার্স সমিতি আজ বুধবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানায় রাত আটটায়। সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বুলিয়ন মার্কেটে পাকা সোনার দাম কমেছে। তাই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে নতুন দামে সোনা বেচাকেনা হবে।

দাম হ্রাস পাওয়ায় আগামীকাল থেকে ভালো মানের, অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়াবে ৯৬ হাজার ৪৬১ টাকা। আজ ২২ ক্যারেট সোনার দাম ছিল ৯৭ হাজার ৬২৮ টাকা। সে হিসাবে প্রতি ভরিতে দাম কমছে ১ হাজার ১৬৬ টাকা।

আরও পড়ুন

সোনার ভরি লাখের কাছাকাছি, রাখবেন, বেচবেন, না কিনবেন

এ ছাড়া আগামীকাল থেকে হলমার্ক করা ২১ ক্যারেটের সোনার ভরি ৯২ হাজার ৮৭ টাকা, ১৮ ক্যারেট ৭৮ হাজার ৯০৭ এবং সনাতন পদ্ধতির সোনা ৬৫ হাজার ৭৮৫ টাকায় বিক্রি হবে। আজ প্রতি ভরি ২১ ক্যারেট ৯৩ হাজার ৬২৮ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৮৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৬৬ হাজার ৫৪৩ টাকায়। তার মানে আগামীকাল থেকে ২১ ক্যারেটে ১ হাজার ১০৮ টাকা, ১৮ ক্যারেটে ৯৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় কমছে ৭৫৮ টাকা।

আন্তর্জাতিক বাজারে সোনার দামের পাশাপাশি দেশের বুলিয়ন মার্কেটে পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় রোববার প্রতি ভরি সোনার দাম বেড়ে ৯৮ হাজার ৭৯৪ টাকায় দাঁড়ায়। এই দর দেশের ইতিহাসে সর্বোচ্চ।