কর্মসংস্থান কমবে, বাড়বে পণ্যের দাম

রেহানা আক্তার, স্বত্বাধিকারী, ক্লে ইমেজ

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের জন্য বিশেষ বিবেচনায় গ্যাস-বিদ্যুতের দামে ছাড় দেওয়া উচিত ছিল। জ্বালানির দাম বাড়ানোর ফলে এখন নতুন করে চাপে পড়বেন এ খাতের ব্যবসায়ীরা। মাঝে যে চার মাসের মতো গ্যাসের তীব্র সংকট ছিল, তখন আমার মতো অনেক উদ্যোক্তা একেবারে উৎপাদন করতে পারেননি। লোডশেডিংও ছিল। এরপর যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এল, আমাদের ব্যবসাও ফিরতে শুরু করে। তখন নতুন এই দুঃসংবাদ।

এখন জ্বালানির দাম বাড়ানোর ফলে ব্যবসার গতি কমবে। খুব স্বাভাবিকভাবে বেড়ে যাবে পণ্যের দাম। তাতে বেচাবিক্রিতে ভাটা পড়বে। ব্যবসা টেকানোটাই হবে চ্যালেঞ্জের। তাতে প্রথম আঘাতটা পড়বে কর্মসংস্থানের ওপর। অনেকে কর্মী কাটছাঁট করে টিকে থাকার চেষ্টা করবে। যদিও আমি প্রথমবারের মতো পণ্যের দাম বাড়ানোর চিন্তা করছি। ছাঁটাই না করে এটাকে আমার কাছে ভালো বিকল্প মনে হচ্ছে।

সব সময় বলা হয়ে থাকে যে এসএমএই খাতের ব্যবসা আমাদের অর্থনীতির জন্য প্রথম অগ্রাধিকার। কিন্তু যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তখন আদতে এটার কোনো প্রতিফলন দেখা যায় না। উল্টো এসএমই খাতের ব্যবসায়ীদের কোণঠাসা করা হয়। অতিরিক্ত ভ্যাট-ট্যাক্সের চাপ তো আছেই, এখন আবার নতুন করে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ। ছোট প্রতিষ্ঠানের ওপর এত চাপ দিলে প্রতিষ্ঠানের বিকাশ তো ক্ষতিগ্রস্ত হবেই। পাশাপাশি অনেক প্রতিষ্ঠান ব্যবসা বন্ধ করে মূলধন টেকানোর রাস্তা ধরবে।

সুতরাং এখন ব্যবসাপ্রতিষ্ঠান টিকিয়ে রাখার স্বার্থে আমরা বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব। বিষয়গুলোর সমাধানে সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেলে এসএমই খাতের সামনে কঠিন সময় অপেক্ষা করছে। তাই আমরা আশা করব, সরকার আমাদের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবে।

রেহানা আক্তার, স্বত্বাধিকারী, ক্লে ইমেজ