আগ্রহ বেড়েছে টেকসই অর্থায়নে
কৃষি অর্থায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছি
২০২০ সালে টেকসই অর্থায়ন নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এরপর ওই নীতিমালার আলোকে পরিবেশবান্ধব শিল্পসহ টেকসই প্রকল্পে অর্থায়ন বাড়াতে শুরু করেছে অনেক ব্যাংক। এ অর্থায়নের ক্ষেত্রে কেউ বেছে নিচ্ছে কৃষি খাত, কেউবা ইটিপি স্থাপন আর কেউবা বাড়াচ্ছে সিএসআর ব্যয়। টেকসই অর্থায়ন নিয়ে কী ভাবছেন স্বীকৃতিপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। ১০ জন এমডি ও সিইওর ভাবনা নিয়ে এ আয়োজন।
২০২০ সালে বাংলাদেশ ব্যাংক টেকসই অর্থায়নসংক্রান্ত নীতিমালা করার পর থেকে সেই নীতিমালা অনুযায়ী আমরা এ খাতে অর্থায়ন শুরু করি। এ ধরনের অর্থায়নের ক্ষেত্রে গ্রাহকের সক্ষমতা বিশেষ বিবেচনায় নেওয়া হয়। পরিবেশবান্ধব শিল্প ও কৃষি খাতে অর্থায়নও আমরা এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতে অর্থায়নে দেশের ব্যাংকগুলোর মধ্যে আমাদের অবস্থান দ্বিতীয়। কৃষি খাতে অর্থায়নের ক্ষেত্রে বায়োগ্যাস, ভুট্টা চাষ, মসলা চাষসহ আমদানি–বিকল্প কৃষিপণ্য বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। এ ছাড়া নতুন করে অটোমেশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ অটোমেশনপ্রক্রিয়ার মাধ্যমে আমরা বিদ্যুৎ ও পানি সাশ্রয় করছি। গ্রিন ব্যাংকিংয়ের শর্ত পূরণে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করি, আমাদের এসব উদ্যোগ ভবিষ্যতেও আমাদের টেকসই রেটিংয়ে এগিয়ে রাখবে।