গ্লোবাল ইসলামী ব্যাংক ৫ দিন বন্ধ থাকবে

বেসরকারি খাতের গ্লোবাল ইসলামী ব্যাংকের সব সেবা আগামী সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিন বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সিস্টেমের নতুন সংস্করণ স্থাপনের তথ্য স্থানান্তরের জন্য এই সময়ে ব্যাংকটিকে কার্যক্রম বন্ধ রাখার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বর মোট ১২০ ঘণ্টা গ্লোবাল ইসলামী ব্যাংকের সব ব্যাংকিং কার্যক্রম সাময়িক বন্ধ রাখার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।

গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়। সম্প্রতি গুলশানে
ছবি: প্রথম আলো

গ্লোবাল ইসলামী ব্যাংক হলো চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের মালিকানাধীন। আগে ব্যাংকটির নাম ছিল এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংক। প্রবাসীদের মালিকানার ব্যাংক হিসেবে এটি অনুমোদন পেয়েছিল।

বহুল আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদার ছিলেন এই ব্যাংকের এমডি। পরে প্রতিষ্ঠানটি নাম পরিবর্তন করে হয় গ্লোবাল ইসলামী ব্যাংক। নানা আর্থিক অনিয়মে অন্য কয়েকটি ব্যাংকের মতো গ্লোবাল ইসলামী ব্যাংকও তারল্যসংকটে ভুগছে।

আরও পড়ুন
আরও পড়ুন