এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডে ৪০০ কোটি টাকার ঋণ

দেশের চতুর্থ প্রজন্মের এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডের ঋণ পোর্টফোলিও ৪০০ কোটি টাকা অতিক্রম করেছে। অর্থাৎ ব্যাংকটির ক্রেডিট কার্ড গ্রাহকেরা তাঁদের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৪০০ কোটি টাকা খরচ করেছেন। আজ বুধবার ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকটি জানিয়েছে, চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে প্রথম ব্যাংক হিসেবে এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডের পোর্টফোলিও ৪০০ কোটি টাকা অতিক্রম করেছে। এ উপলক্ষে আজ ব্যাংকের পক্ষ থেকে কেক কেটে এই অর্জন উদ্‌যাপন করা হয়।

রাজধানীর গুলশানে আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, এস কে মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ব্যাংকটির ক্রেডিট কার্ডের সংখ্যা ৬৭ হাজারের বেশি। শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি সর্বশেষ ২০২৪ সালে ৭ কোটি ৬০ লাখ টাকা মুনাফা করেছে। আর চলতি বছরের প্রথম তিন মাসে অর্থাৎ জানুয়ারি–মার্চ প্রান্তিকে ব্যাংকটির কর–পরবর্তী মুনাফা দাঁড়ায় ৪ কোটি ১৪ লাখ টাকা। চতুর্থ প্রজন্মের এই ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধন ৬৯০ কোটি টাকা। এটির শেয়ারের বর্তমান বাজারমূল্য ১০ টাকা ৪০ পয়সা। ব্যাংকটি গত বছরের ফেব্রুয়ারিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এটির শেয়ারের ৫৫ শতাংশই রয়েছে উদ্যোক্তা–পরিচালকদের হাতে। বাকি ৪৫ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।