ভল্টের গরমিলের তদন্তের অগ্রগতি জানাতে হবে মন্ত্রিপরিষদ বিভাগকে

বেসরকারি খাতের ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়সংলগ্ন গুলশান শাখার ভল্টে ১৯ কোটি টাকা গরমিলের তদন্তের অগ্রগতি জানতে চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে ১৩ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য নিয়ে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

আরও পড়ুন

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়, দৈনিক প্রথম আলোতে ৮ অক্টোবর ‘ভল্টের টাকার গরমিলের তদন্ত শেষ হয়নি’ শীর্ষক সংবাদে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গত ২০ সেপ্টেম্বর ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখা পরিদর্শনে গিয়ে ভল্ট খুলে টাকা গুনে বড় গরমিল দেখতে পান। শাখাটির নথিপত্রে ভল্টে ৩১ কোটি টাকা থাকার কথা বলা হলেও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা পেয়েছেন ১২ কোটি টাকা। বাকি ১৯ কোটি টাকার ঘাটতি সম্পর্কে শাখাটির কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দলকে সঠিক জবাব দিতে পারেননি। কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি তদন্তে ইউনিয়ন ব্যাংককে দায়িত্ব দিয়েছে। এ নিয়ে সবশেষ অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর অনুরোধ করা হলো।

আরও পড়ুন

এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত ভল্টের সিসিটিভির ফুটেজই সংগ্রহ করেনি বাংলাদেশ ব্যাংক। কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে ইউনিয়ন ব্যাংকের ওপরেই তদন্তের কাজ চাপিয়ে দিয়েছে। আর এ নিয়ে কোনো মন্তব্য করছেন না ইসলামি ধারার এ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক।