সিনোফার্মের কাছ থেকে ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত
এদিকে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এর অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আখতার বলেন, চীন থেকে যে পাঁচ লাখ ডোজ উপহার হিসেবে পাওয়া গেছে, তার বাইরে আরও ভ্যাকসিন কেনা হবে।
১২ মে চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে আসে।