কর কমানো হলে দামও কমতে পারে

মোস্তাফিজুর রহমান, বিশেষ ফেলো, সিপিডি
ছবি: প্রথম আলো

করোনার আঘাতে স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি তাদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে যেসব পণ্যের ওপর ভ্যাট, শুল্ক আরোপ করা আছে, সেগুলো প্রত্যাহার করতে পারে সরকার। তাতে দ্রব্যমূল্য কিছুটা কমতে পারে। আমদানিনির্ভর যেসব পণ্যের উৎপাদন দেশে বাড়ানোর সুযোগ আছে, সেই উদ্যোগও নিতে হবে। আন্তর্জাতিক পণ্যবাজারের গতিপ্রকৃতি সঠিকভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। সে অনুযায়ী আমদানিকারকদের বার্তা দিতে হবে।

প্রয়োজনে ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া যেতে পারে। টিসিবিকে কাজ লাগানোর সুযোগ আছে। সাশ্রয়ী মূল্যে পণ্য আমদানি করে স্বল্প আয়ের মানুষের মধ্যে বিক্রি
করা যায়।

আরও পড়ুন