এবার সোনার দাম বাড়ানোর ঘোষণা, ভরিতে বাড়ছে ২,৩৩৩ টাকা

সোনার দাম আবারও বাড়ছে
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ আগে সোনার দাম কমানো হলেও আজ বুধবার দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এবার প্রতি ভরিতে সোনার দাম বাড়ছে সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ টাকা। এতে করে ভালো মানের অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম দাঁড়াচ্ছে ৯৯ হাজার ৩৭৭ টাকা ভরি।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সোনার দাম বাড়ানোর এ তথ্য জানায়। নতুন দর আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে। শেষ ৫ অক্টোবর সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা কমানো হয়েছিল। এর আগে গত ২১ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম এক লাখ টাকা ছাড়িয়ে গিয়েছিল।

জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, হলমার্ক করা ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম আগামীকাল থেকে বাড়বে ২ হাজার ২১৬ টাকা। আর ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দাম বাড়বে যথাক্রমে ১ হাজার ৮৬৬ ও ১ হাজার ৯৮৩ টাকা। এতে করে হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ৬৮ হাজার ১১৮ টাকায় বিক্রি হবে।

এদিকে আজ বুধবার পর্যন্ত হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৯৭ হাজার ৪৪ টাকা, ২১ ক্যারেট ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ৬৬ হাজার ১৩৫ টাকায় বিক্রি হয়েছে।