জুয়েলার্স সমিতির সভাপতি হলেন বসুন্ধরার সায়েম সোবহান

দিলীপ কুমার আগরওয়ালা ও সায়েম সোবহান

সায়েম সোবহান জুয়েলার্স সমিতির সভাপতি হচ্ছেন—এই খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। দেশে অপরিশোধিত সোনা পরিশোধনের জন্য বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড নামে নতুন কোম্পানি খোলে বসুন্ধরা গ্রুপ। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি সোনা পরিশোধনাগার স্থাপনে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রাথমিক সম্মতিও পেয়েছে।

নতুন কমিটি ২০২১-২৩ মেয়াদে জুয়েলার্স সমিতির দায়িত্ব পালন করবে। এতে সাধারণ সম্পাদক হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলিপ কুমার আগরওয়ালা। টানা তৃতীয়বার তিনি এই পদ পেলেন।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির নতুন সভাপতি হয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। তিনি গোল্ড রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সমিতির সভাপতি হয়েছেন।  

সায়েম সোবহানের নেতৃত্বাধীন ৩৫ সদস্যের নতুন কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার জুয়েলার্স সমিতির বায়তুল মোকাররমের কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য হোসেন এ সিকদার ও ইকবাল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

নতুন কমিটিতে সাতজন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন দি আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী গুলজার আহমেদ, জেনারেল জুয়েলার্সের আনোয়ার হোসেন, অলংকার নিকেতনের এম এ হান্নান আজাদ, জরোয়া হাউসের বাদল চন্দ্র রায়, সিরাজ জুয়েলার্সের দেওয়ান আমিনুল ইসলাম, এল রহমান জুয়েলার্সের আনিসুর রহমান ও আমিন জুয়েলার্সের কাজী নাজনীন ইসলাম।

নির্বাচিত ৯ জন সহসম্পাদক হলেন মাসুদুর রহমান, সমিত ঘোষ, বিধান মালাকার, জয়নাল আবেদীন, লিটন হাওলাদার, নারায়ণ চন্দ্র দে, মো. তাজুল ইসলাম, এনামুল হক ভূঞা ও মুক্তা ঘোষ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন উত্তম বণিক।

নতুন কমিটির সদস্যরা হলেন দিলীপ কুমার রায়, এনামুল হক খান, মোহাম্মদ বাবুল মিয়া, ইমরান চৌধুরী, পবিত্র চন্দ্র ঘোষ, রিপনুল হাসান, মজিবর রহমান খান, বাবলু দত্ত, শহিদুল ইসলাম, জয়দেব সাহা, ইকবাল উদ্দিন, কার্তিক কর্মকার, উত্তম ঘোষ, ফেরদৌস আলম, কাজী নাজনীন হোসেন ও আসলাম খান।