তৈরি পোশাকশিল্পের পথিকৃৎ প্যাসিফিক জিনস গ্রুপের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন (৭১) আর নেই। আজ সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

গত ১ জানুয়ারি থেকে তিনি থাইল্যান্ডের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। এর আগে ক্যানসারে আক্রান্ত নাসির উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য গত বছরের ১১ ডিসেম্বর থাইল্যান্ডের একটি হাসপাতালে নেওয়া হয়।
নাসির উদ্দিনের পরিবার সূত্রে জানা যায়, আগামী বুধবার সকালে নাসির উদ্দিনের মরদেহ থাইল্যান্ড থেকে বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে। এদিন চট্টগ্রাম ইপিজেডে সকাল সাড়ে নয়টার দিকে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। একই দিন জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে জোহরের নামাজের পর তাঁর দ্বিতীয় জানাজা হবে। সীতাকুণ্ডের সলিমপুরের নিজ বাড়িতে মরহুমের তৃতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

১৯৮৪ সালে এনজেডএন ফ্যাশন দিয়ে তৈরি পোশাকশিল্পে যাত্রা শুরু করেন মো. নাসির উদ্দিন। এক দশক পর ১৯৯৪ সালে চট্টগ্রাম ইপিজেডে তারা প্যাসিফিক জিনস নামে নতুনভাবে পথচলা শুরু করে। তখন সেই কারখানায় কাজ করতেন দেড় হাজার শ্রমিক। বর্তমানে প্যাসিফিক জিনস লিমিটেডে প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হচ্ছে ৩০ হাজারের বেশি মানুষের। জীবদ্দশায় মর্যাদাপূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার-২০২০, টানা ৭টি স্বর্ণপদকসহ মোট ২৪টি জাতীয় রপ্তানিকারক পুরস্কার, ৩ বার এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও ১ বার সেরা ব্যবসায়ী পুরস্কার পেয়েছেন তিনি। বাংলাদেশে তৈরি জিনসের তৈরি পোশাক তিনি বিশ্বের দরবারে তুলে ধরেছেন।

বর্তমানে প্যাসিফিক জিনস গ্রুপের ব্যবসা সামলাচ্ছেন তাঁর তিন সন্তান সৈয়দ মোহাম্মদ তানভীর, সৈয়দ মোহাম্মদ তানসীর ও সৈয়দ মোহাম্মদ তাহমীর।
মো. নাসির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে চট্টগ্রাম চেম্বার ও বিজিএমইএ। চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য এম এ লতিফসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।