দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বোর্ডের পরবর্তী সভায় শ্রমিক ও মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেবে।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র জেলা জজ) লিয়াকত আলী মোল্লা সভাপতিত্ব করেন। সভায় মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান ও স্থায়ী প্রতিনিধি মকসুদ বেলাল সিদ্দিকী; শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম ও স্থায়ী প্রতিনিধি সুলতান আহম্মদ এবং নিরপেক্ষ প্রতিনিধি কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেন ১০টি শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা-কর্মীরা। আজ ঢাকার সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের সমানে
ছবি: সংগৃহীত

সভা শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা সাংবাদিকদের বলেন, পোশাকশিল্পের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সর্বশেষ বোর্ড কীভাবে নিম্নতম মজুরি নির্ধারণ করেছিল এবং বর্তমানে কীভাবে করা হবে, সেসব নিয়েও কথা হয়েছে। পরবর্তী সভায় শ্রমিক ও মালিকপক্ষকে তাদের মজুরি প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। তারা প্রস্তাব দেওয়ার পরই মূল আলোচনা শুরু হবে।

মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেন, শ্রমিকের মজুরি নির্ধারণে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, দেশের পোশাক খাত এবং শ্রমিকদের অবস্থা বিবেচনায় নেওয়া হবে। তিনি বলেন, ‘আশা করছি, বোর্ডের আগামী সভায় মজুরি প্রস্তাব নিয়ে আসতে পারব।’

অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা শ্রমিকদের তথ্য-উপাত্ত সংগ্রহ করব। পাশাপাশি শ্রমিক সংগঠনের সঙ্গে আলাপ-আলোচনা করে আগামী সভায় মজুরি প্রস্তাব জমা দেব।’

পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেন ১০টি শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা-কর্মীরা। আজ ঢাকার সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের সমানে
ছবি: সংগৃহীত

এদিকে আজ প্রথম সভা চলাকালে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেন ১০টি শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা-কর্মীরা। পরে মজুরি নির্ধারণে বোর্ডের দ্রুত পদক্ষেপ ও পোশাকশ্রমিকের মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ ৭ দফা দাবিতে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে স্মারকলিপি দেন তাঁরা।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ১৯৯৪ সালে প্রথমবার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। সেই বোর্ড ৯৩০ টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করে। ২০০৬ সালে সেটি বাড়িয়ে করা হয় ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা। ২০১০ সালের মজুরি বোর্ডে শ্রমিকের নিম্নতম মজুরি ৩ হাজার টাকা করা হয়। ২০১৩ সালের মজুরি বোর্ড নিম্নতম মজুরি নির্ধারণ করে ৫ হাজার ৩০০ টাকা। সর্বশেষ ২০১৮ সালের মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের জন্য ৮ হাজার টাকা নিম্নতম মজুরি চূড়ান্ত করে। এর মধ্যে মূল মজুরি ৪ হাজার ১০০ টাকা।